Entertainment News

নিউ ইয়ার উইশ করলেন বাপ্পি, জানালেন বিশেষ রেকর্ডের খবর

এই বছরই মিউজিক কেরিয়ারের ৪৮ বছর পূর্ণ করলেন বাপ্পি লাহিড়ি। এটা রেকর্ড বলেই দাবি করলেন বাপ্পি স্বয়ং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ১০:৩১
Share:

বাপ্পি লাহিড়ি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আর মাত্র দু’টো বল। তার পরই হাফ সেঞ্চুরি করে ফেলবেন তিনি। অর্থাত্ বাপ্পি লাহিড়ি

Advertisement

আর দু’বল অর্থাত্ আরও দু’টো বছর। বিষয়টা একটু বুঝিয়ে বলা যাক।

এই বছরই মিউজিক কেরিয়ারের ৪৮ বছর পূর্ণ করলেন বাপ্পি লাহিড়ি। এটা রেকর্ড বলেই দাবি করলেন বাপ্পি স্বয়ং। কম্পোজার হিসেবে ভারতীয় সঙ্গীতের ইতিহাসে তিনি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন। তাঁর গায়কী সত্তাও দর্শকদের পছন্দের।

Advertisement

আরও পড়ুন, ‘এ বার জন্মদিনে সেরা গিফট পেলাম’

ইতিমধ্যেই ৫৫০টি ছবিতে কাজ করেছেন তিনি। চলতি বছরে ‘শাদি ডট কম’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘ইন্দু সরকার’, ‘ড্যাডি’, ‘নাম শাবানা’- মতো বলিউডি ছবিতে কাজ করেছেন। বাংলা ছবি ‘ককপিট’-এ তাঁর ‘কলকাতার রসগোল্লা’র রিমিক্স শুনেছেন দর্শক। বাপ্পির ঝুলিতে রয়েছে হলিউডি প্রজেক্টও।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আপাতত লস অ্যাঞ্জেলসে রয়েছেন বাপ্পি। কয়েক মাস আগে তাঁর নাতি হয়েছে। বাপ্পা লাহিড়ির ছেলে কৃষ বাপ্পা লাহিড়ি। কৃষকে নিয়ে সময় কাটানোর ফাঁকে বললেন, ‘‘এ বছর আমার মিউজিক কেরিয়ারের ৪৮ পূর্ণ হল। ৫৫০ ছবিতে কাজ করে ফেললাম। যে কোনও মিউজিক আইকনের কাছে এটা রেকর্ড। খুব তাড়াতাড়ি দেশে ফিরছি। সবাই খুব ভাল থাকবেন। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement