বসীর আলি তোপ দাগলেন সলমন খানকে! ছবি: ইনস্টাগ্রাম।
সলমন খান নাকি তাঁকে নিয়ে করা অশালীন যৌন মন্তব্যে ইন্ধন জুগিয়েছেন! ‘বিগ বস্ ১৯’ থেকে বাদ পড়ে তোপ দাগলেন বসীর আলি। অভিযোগ, ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী মালতী চাহর নাকি বসীরের যৌন পরিচিতি নিয়ে কুমন্তব্য করেন। অথচ, সলমন-সহ রিয়্যালিটি শোয়ের নির্মাতা, নির্দেশকেরা নীরব!
‘বিগ বস্ ১৯’ কর্তৃপক্ষের থেকে এই আচরণ বসীর নাকি একেবারই আশা করেননি। শনিবার, ‘উইকএন্ড কা ওয়ার’-এ বসীরের সঙ্গে আর এক প্রতিযোগী নেহল চু ডাসমাও বাদ পড়েন। এর পরেই সংবাদমাধ্যমের কাছে নিজের বক্তব্য জানান বসীর। বলেন, “তিনি এই ঘটনায় বিস্মিত, আহত।” তাঁর ক্ষোভ, তিনি যখন জানিয়েছিলেন অনুষ্ঠানের প্রতিযোগীরা নিম্নমানের, তা-ই নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। ফারহা খান পর্যন্ত তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি। অথচ তাঁর যৌনতা নিয়ে প্রশ্ন উঠলে ‘বিগ বস্’ নীরব রইল, দাবি বসীরের! এই দ্বিচারিতা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না, জানান নিজেই।
বসীরের খারাপ লাগা কিন্তু এখানেই শেষ নয়। তিনি এ-ও বলেন, “একটি পর্বে গৌরব (খন্না) অমলকে বলেছিলেন, ‘আপনি এত নামী পরিবার থেকে এসেছেন।’ তার পরেই আমার দিকে ইঙ্গিত করে বলেন, ‘এঁরা তো এ রকমই’! আমরা কি ভাল পরিবার থেকে আসি না?” তাঁর মতে, নেহলের কোলে শোয়া নিয়ে যে ভিডিয়ো ভাইরাল, সেটিও ‘বিগ বস্’-এর বদান্যতায়। সেখানে এমন কিছু ছিল না, যা কোনও খারাপ দৃষ্টান্ত তৈরি করতে পারে। তিনি এ-ও দাবি করেন, নেহলের সঙ্গে তাঁর প্রেম বা শারীরিক সম্পর্ক, কিছুই নেই।
বসীরের দাবি, ‘বিগ বস্’-এর ঘরে দিন কাটিয়ে তিনি বুঝেছেন, অনুষ্ঠানের প্রচার বাড়াতে সলমন এবং কর্তৃপক্ষ যা খুশি তা-ই করতে পারেন।