Neel Bhattacharjee

তিন বছরে ভাটা পড়েছে জনপ্রিয়তায়! নতুন ধারাবাহিক শুরুর আগে সাফল্য আর ব্যর্থতা নিয়ে কী বললেন নীল?

অভিনেতা নীল ভট্টাচার্যকে এখনও ‘নিখিল’ বলেই ডাকেন অনেকে। মাঝে অনেকগুলো ধারাবাহিকে অভিনয় করলেও সেই জনপ্রিয়তা হয়েছে হাতছাড়া?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০১
Share:

ব্যর্থতা প্রসঙ্গে কী বললেন নীল? ছবি: সংগৃহীত।

২০২২ সালে শেষ হয়ে গিয়েছে নীল ভট্টাচার্য অভিনীত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। মাঝে তিন বছর কেটে গিয়েছে। এর মধ্যে আরও তিনটি ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন অভিনেতা। কিন্তু ‘নিখিল’কে অন্য কোনও চরিত্র টেক্কা দিতে পারেনি। ছোটপর্দায় সাফল্যের পর আচমকাই গতি থেমে যাওয়া কি ভাবায় তাঁকে? ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শাক্য চরিত্রের মাধ্যমে কি পুরনো ধারায় ফিরতে পারবেন অভিনেতা?

Advertisement

অভিনেতার কথায় সবার জীবনেই চড়াই-উতরাই রয়েছে। সুতরাং সাফল্য উপভোগ করলে, ব্যর্থতা গ্রহণ করার ক্ষমতাও থাকা উচিত। শাহরুখ খানই তাঁর অনুপ্রেরণা। নীল বললেন, “আমার অনুপ্রেরণার জীবনেও অনেক ওঠাপড়া এসেছে। তাঁকে দেখে আমি অনেক শিক্ষা নিয়েছি। আর সবসময় আমাদের হাতেও অনেক কিছু থাকে না। আজ আমির খানের ‘সিতারে জ়মীন পর’ বক্সঅফিসে ভাল ব্যবসা করেনি। তা বলে, কি উনি ভাল অভিনেতা নন?”

নীলের মতে, ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকেন অনেকে। ভাল অভিনেতার পাশাপাশি থাকেন ভাল লেখক-সহ আরও অনেকে। আর অনেকের বিচারে যেটা ভাল নয়, সেটা যে নীলের জন্যও ভাল হবে না, তা মনে করেন না অভিনেতা। তিনি যোগ করেন, “তাই ভাল-খারাপ যাই হোক, আমার প্রতিটা ধারাবাহিকে কাজের অভিজ্ঞতা খুব ভাল।” নতুন ধারাবাহিকে চিকিৎসকের চরিত্রে দেখা যাবে তাঁকে।

Advertisement

প্রথম বার অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে জুটিতে দেখা যাবে নীলকে। ওই একই চ্যানেলে অন্য একটি ধারাবাহিকের নায়িকা নীলের স্ত্রী তৃণা সাহা। নায়কের কথায় তাঁদের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই। সবাই ভাল কাজ করুক এটাই কাম্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement