অভিষেকের পক্ষে রায় দিল আদালত? ছবি: সংগৃহীত।
নিজের ভাবমূর্তি রক্ষার্থে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বচ্চন। অভিযোগ ছিল, তাঁর ছবি নাকি বিনা অনুমতিতে নানা দুষ্কর্মে ব্যবহার করছে বিভিন্ন অবৈধ ওয়েবসাইট। সেই মামলার রায় এ বার প্রকাশ্যে।
যে কোনও ওয়েবসাইট বা যে কোনও মঞ্চ যেন তাঁর ছবি অনায়াসে ব্যবহার করতে না পারে, এই আর্জি ছিল অভিষেকের। তাঁর ছবি ও ভাবমূর্তি যেখানে-সেখানে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ। অনেক সময়ে ছবি ও ভিডিয়ো যৌনতা সংক্রান্ত বিষয়েও ব্যবহার করা হয় বলে অভিযোগ। এতে বেশ বিরক্ত অভিষেক। তাই নিজের ভাবমূর্তি রক্ষায় পদক্ষেপ করেছিলেন তিনি। দিল্লি হাই কোর্টের বিচারপতি তেজস করিয়ার কাছে এই আবেদন করেন অভিষেক। সেই আবেদনের পক্ষেই রায় দিয়েছে আদালত।
অভিনেতার অনুমতি ছাড়া তাঁর ছবি, ভিডিয়ো, নাম বা স্বাক্ষর ব্যবহার করা যাবে না। সাফ জানিয়ে দিয়েছে দিল্লি হাই কোর্ট। অভিষেকের আইনজীবী প্রবীণ আনন্দ অভিযোগ করেছিলেন, অভিষেকের ছবি, ভিডিয়ো, এমনকি স্বাক্ষর পর্যন্ত অবৈধ ভাবে ব্যবহার করা হচ্ছে। যার ফলে অভিষেকের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এমনকি, মৌলিক অধিকারও লঙ্ঘিত হচ্ছে। বেশ কয়েকটি ওয়েবসাইটের বিরুদ্ধেও সরাসরি পদক্ষেপ করার আবেদন করেছিলেন অভিষেক।
এই একই আবেদন নিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চনও। অভিযোগ, ঐশ্বর্যার ছবি ব্যবহার করে তৈরি করা হচ্ছে কফি মগ, টি-শার্টের মতো নানা সামগ্রী। একই সঙ্গে নায়িকার নানা ছবি বিকৃত করে কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই সব ছবির স্বাভাবিকতা নষ্ট করে সেগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করে আদালত।