Aishwarya Rai Bachchan

অনুমতি ছাড়াই ঐশ্বর্যা রাই বচ্চনের ভিডিয়ো ছবি দেদার শেয়ার, এ বার কোন রায় দিল দিল্লির উচ্চ আদালত?

ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। সেই মামলায় রায় কি গেল ঐশ্বর্যার পক্ষে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৬
Share:

ঐশ্বর্যাকে নিয়ে কী রায় দিল আদালত? ছবি: সংগৃহীত।

অনলাইনে তাঁর ছবি ব্যবহার করে, কখনও বিকৃত করে বিভিন্ন দুষ্কর্মে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ছিল ঐশ্বর্যা রাই বচ্চনের। ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। সেই মামলায় রায় কি ঐশ্বর্যার পক্ষে গেল?

Advertisement

দিল্লি উচ্চ আদালতের তরফে সাফ জানানো হয়েছে, ভবিষ্যতে বিনা অনুমতিতে অভিনেত্রীর নাম-ছবি ব্যবহার করা যাবে না। এতে অভিনেত্রীর ব্যক্তি অধিকার লঙ্ঘিত হতে পারে কিংবা ভাবমূর্তি নষ্ট হতে পারে। অভিযোগ, ঐশ্বর্যার ছবি ব্যবহার করে তৈরি করা হচ্ছে কফি মগ, টি-শার্টের মতো নানা সামগ্রী। একই সঙ্গে নায়িকার নানা ছবি বিকৃত করে কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই সব ছবির স্বাভাবিকতা নষ্ট করে সেগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করল আদালত। আদালতে অভিনেত্রীর বক্তব্য শুনেছেন বিচারপতি তেজস করিয়া। অভিযোগের গুরুত্ব বুঝে এই ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটে, তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন তিনি।

অভিনেত্রীর পক্ষে সওয়াল করেন আইনজীবী সন্দীপ সেঠী। ঐশ্বর্যার মুখ বা নামের অপব্যবহার করে ভুয়ো প্রচার করা হচ্ছে বলে আদালতে জানান তিনি। আদালত জানিয়েছে, কোনও বিজ্ঞাপনী ছবি-ভিডিয়োয় অনুমতি ব্যতীত তাঁর মুখ ব্যবহার করা যাবে না। এমনকি, ঐশ্বর্যার সংক্ষিপ্ত নাম ‘এআরবি’ও ব্যবহার করা যাবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement