Farhan Khan on allegations of ignoring Aayush Sharma

সলমনের ভগ্নিপতি আয়ুষকে দেখেও দেখলেন না ফারহা-কর্ণ! ভিডিয়ো ছড়িয়ে পড়তেই কী বললেন নৃত্যশিল্পী?

সোমবার, মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের তাবড় তারকারা। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ছবিশিকারিদের জন্য পোজ় দিচ্ছেন আয়ুষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২২
Share:

আয়ুষকে এড়িয়ে গেলেন ফারহা? ছবি: সংগৃহীত।

‘হোমবাউন্ড’ ছবির প্রিমিয়ারে আয়ুষ শর্মাকে দেখেও দেখলেন না ফারহা খান ও কর্ণ জোহর? সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়ো। শুরু সমালোচনা। যদিও বিতর্ককে আমল দিতে নারাজ ফারহা। সপাট জবাব দিয়েছেন।

Advertisement

সোমবার, মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের তাবড়া তারকারা। যে ভি়ডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ছবিশিকারিদের জন্য পোজ় দিচ্ছেন আয়ুষ। সেই মুহূর্তেই সামনে দিয়ে হেঁটে গেলেন ফারহা ও কর্ণ। তাঁরা যেন দেখতেই পেলেন না সলমনের ভগ্নিপতিকে। ইচ্ছা করেই এড়িয়ে গেলেন তাঁরা? আলোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

ফারহা অবশ্য সমস্ত আলোচনায় জল ঢেলেছেন। এমনই একটি পোস্টের মন্তব্যবাক্সে তিনি লিখেছেন, “দয়া করে, ফালতু কথা লেখা বন্ধ করুন। আমি কোনও দিন কাউকে এড়িয়ে যাই না। আয়ুষকে এড়িয়ে যাওয়ার তো প্রশ্নই নেই।” তিনি আরও লেখেন, “অর্পিতা আর আয়ুষের সঙ্গে ভ্লগ শুট করলাম। ওই সময় অত তাড়ার মধ্যে ওঁকে দেখতে পাইনি। শুধু দোষ দেওয়ার জন্য একটা মুহূর্তকে ‘স্লো মোশন’ করে কী লাভ?”

Advertisement

গত এপ্রিলেই অর্পিতা, আয়ুষ ও তাঁদের দুই সন্তান আয়াত ও আহিলের সঙ্গে ভ্লগ পোস্ট করেন ফারহা। ২০১৮ সালে বলিউডে অভিষেক হয় আয়ুষের। সম্প্রতি, পর পর দুটি অস্ত্রোপচার হয়েছে তাঁর। চোট পেয়েছিলেন শুটিং করতে গিয়ে। অন্য দিকে, আপাতত তারকাদের সঙ্গে ভ্লগে মন দিয়েছেন ফারহা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement