Diljit Doshanj Ban Row

অবশেষে স্বস্তি মিলল! কার প্রভাবে ‘নিষিদ্ধ’ দিলজিৎ দোসাঞ্জ আবার অভিনয়ে ফিরতে চলেছেন?

মাত্র একটি ছবি থেকে উঠল নিষেধাজ্ঞা। এই একটিতেই অভিনয় করতে পারবেন পঞ্জাবি গায়ক-নায়ক। কোন ছবির শুটিংয়ে ফিরছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১০:০৪
Share:

অভিনয়ে ফিরছেন দিলজিৎ দোসাঞ্জ। ছবি: ফেসবুক।

নাসিরুদ্দিন শাহ, জাভেদ আখতার, সানি দেওল-সহ অনেকেই দিলজিৎ দোসাঞ্জকে সমর্থন জানিয়েছেন। সাংস্কৃতিক ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সৌহার্দ বজায় রাখার চেষ্টাকে স্বাগত জানিয়েছেন তাঁরা। তাতে কী? বলিউডের সিংহভাগই যে তাঁর ঘোর বিরোধী! পহেলগাঁও কাণ্ডের পরেও ‘সর্দারজি ৩’ ছবিতে পাক নায়িকা হানিয়া আমিরকে নেওয়ার কারণে তাঁর উপরে খড়্গহস্ত ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িস। আগামী কোনও হিন্দি ছবিতে দিলজিৎকে যাতে কাজ করতে না দেওয়া হয়, এমন দাবি সংগঠনের সদস্যদের। গায়ক-নায়ককে নিষিদ্ধ করার আবেদনও জানিয়েছেন তাঁরা।

Advertisement

দেশজুড়ে দিলজিৎ-বিরোধী হাওয়া বিপাকে ফেলেছে প্রযোজক ভূষণ কুমারকে। তাঁর ছবি ‘বর্ডার ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দিলজিৎ। ছবির প্রায় ৮০ শতাংশ শুটিং হয়ে গিয়েছে। পঞ্জাবি গায়ক-নায়ক যদি অভিনয় করতে না পারেন তা হলে নতুন করে তাঁর চরিত্রে কাউকে নিতে হবে। ফের তাঁর অংশের শুটিং আলাদা করে করতে হবে পরিচালক-প্রযোজককে। যা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। বাধ্য হয়ে ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িস-এর দ্বারস্থ হন ছবির প্রযোজক ভূষণ। শুক্রবার রাতের খবর, সংগঠনকে বিষয়টি খুলে বলায় সদস্যরা আপাতত নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন দিলজিতের উপর থেকে।

দিন দুই ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল, ‘বর্ডার ২’-এ ফিরতে চলেছেন দিলজিৎ। শুক্রবার সেই গুঞ্জনে সিলমোহর পড়ায় খুশি গায়ক-নায়কের অনুরাগীরা। যদিও ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িস-এর পক্ষ থেকে এও জানানো হয়েছে, এই ছবির ক্ষেত্রেই কেবল ছাড় দিয়েছেন তাঁরা। দিলজিৎ শুধুই ভূষণের আগামী ছবির শুটিং করতে পারবেন। এর বাইরে অন্য আর কোনও ছবিতে তাঁকে নেওয়া যাবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement