(বাঁ দিকে) দিলজিৎ দোসাঞ্জ (ডান দিকে) অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।
১ নভেম্বর অস্ট্রেলিয়ায় দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান হতে দিতে নারাজ ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন ‘শিখ্স ফর জাস্টিস’ (এসএফজে)। এসএফজে-প্রধান গুরপতবন্ত সিংহ পন্নুনের হুমকি, দিলজিতের অনুষ্ঠান বন্ধ করেই তিনি ছাড়বেন। গায়কের ‘অপরাধ’, তিনি অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করেছেন। এ বার পাল্টা জবাব দিলেন গায়ক।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিলজিৎ। পর্বটি দেখানো হবে ৩১ অক্টোবর। পর্বের ঝলক সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্ষীয়ান তারকার পা স্পর্শ করে প্রণাম করতে দেখা গিয়েছে দিলজিৎকে। এই দেখে এসএফজে-র দাবি, অমিতাভকে প্রণাম করে দিলজিৎ ১৯৮৪-র শিখবিরোধী হিংসায় হতাহতদের অসম্মান করেছেন। এসএফজে-র দাবি, ১৯৮৪ সালে অমিতাভ ‘রক্তের বদলে রক্ত’ রব তুলেছিলেন। সংগঠনের প্রধান এক বিবৃতিতে বলেছেন, “অমিতাভের এই মন্তব্যের প্রভাবে সেই সময়ে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল সারা ভারতে। গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন বচ্চন। তাঁর পা ছুঁয়ে দিলজিৎ দোসাঞ্জ ১৯৮৪ সালে নিহত মানুষ, বিধবা ও অনাথ শিশুদের অসম্মান করেছেন।”
এই প্রসঙ্গে দিলজিৎ বলেন, ‘‘আমি মনে করি, এই পৃথিবী এক। আমি এই পৃথিবীতে জন্মেছি। এক দিন এই মাটিতেই মিশে যাব। আমাকে নিয়ে যে যা পারে বলুক, আমি কেবল ভালবাসা বিলিয়ে যাব। কেউ যদি আমাকে নিয়ে কটাক্ষ করে, সমালোচনা করে, প্রতিদানস্বরূপ ভালবাসা দিয়েই যাব।’’