নিজের দেশেই নিষিদ্ধ মন্দানা করিমি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ইরানে ফিরে গেলে বিপদে পড়বেন। কিন্তু বিপদের মুহূর্তে নিজের দেশের পাশে থাকতে চান অভিনেত্রী মন্দানা করিমি। ইরান-ইজ়রায়েল পরিস্থিতি নিয়ে তাই পর পর সমাজমাধ্যমে বক্তব্য রাখছেন অভিনেত্রী। নিজের দেশ নিয়ে অনবরত উদ্বেগ প্রকাশ করে চলেছেন মন্দানা। কিছু দিন আগেই ইজ়রায়েল-ইরান পরিস্থিতিতে আমেরিকার নাক গলানো নিয়েও ক্ষোভপ্রকাশ করেছিলেন তিনি।
বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন মন্দানা। বর্তমানে তিনি রয়েছেন ইংল্যান্ডে। ইরানে রয়েছে মন্দানার পরিবার। কিন্তু নিজে সেই দেশে ফিরে যেতে আত্মবিশ্বাসী নন তিনি। মন্দানা লিখেছেন, “বহু বছর ধরে আমার ইরানে ফেরার অনুমতি নেই। ওদের শাসনের বিরুদ্ধে আমি কথা বলেছি। তাই ওখানে ফিরে গেলে আমার জীবনেরও ঝুঁকি রয়েছে। কিন্তু বর্তমানে বিষয়টা শুধু রাজনীতির নয়। আমার চিন্তা ইরানের মানুষকে নিয়ে।”
একসময়ে যাঁরা ইরানের শাসকের বিরুদ্ধে কথা বলেছেন, তাঁরাও দেশের স্বার্থে একত্র হচ্ছেন বলে মনে করেন বলিউডের ইরানি অভিনেত্রী। তিনি লিখেছেন, “হিজাব না পরার অধিকার নিয়ে এক সময়ে যে মহিলা কথা বলেছিলেন, তিনিও বলছেন, ‘আমার দেশে শান্তি বজায় থাকুক। এটাই এখন গুরুত্বপূর্ণ’। এই আবেগই আমাকে নাড়া দিয়েছে।”
নিজের দেশকে সমর্থন করে মন্দানা লিখেছেন, “এই যুদ্ধ আমরা শুরু করিনি। আমার দেশের সরকার শুধু আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে চাইছে। তাই এই মুহূর্তে আমার দেশের সরকারের পাশেই আমি থাকছি। আমার দেশের মানুষের শান্তি যেন বজায় থাকে। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা যেন একত্র থাকতে পারি।”
ইরানে নিজের পরিবার নিয়ে কয়েক দিন আগের একটি পোস্টে মন্দানা লিখেছিলেন, “আমার মনটা পড়ে রয়েছে আমার বাড়িতে, যেখানে আমার মা-ভাই রয়েছে। আমার ছোট ছোট ভাইপো, ভাইঝিরা আতঙ্কে দিন কাটাচ্ছে। পরের ক্ষেপণাস্ত্রটা হয়তো ওদের বাড়ির উপরেই পড়বে!”