Kartik Aaryan dating 18 year old girl

১৮ বছরের কিশোরীর সঙ্গে গোয়ার সমুদ্রতটে প্রেম করছেন কার্তিক? অবশেষে মুখ খুললেন সেই ‘রহস্যময়ী’

কার্তিক ইনস্টাগ্রামে করিনাকে অনুসরণও করছিলেন। কিন্তু গুঞ্জন ছড়ানোর পরেই ৩৫ বছরের অভিনেতা ১৮ বছরের কিশোরীকে আনফলো করে দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৪:৫০
Share:

কার্তিকের সঙ্গে নাম জড়ালো ১৮ বছরের করিনার। ছবি: সংগৃহীত।

অষ্টাদশীর সঙ্গে প্রেম করছেন কার্তিক আরিয়ান? গোয়া থেকে ছবি ভাগ করে নিতেই এই জল্পনা তৈরি হয়েছে। গোয়াতে নাকি ইংল্যান্ডের কিশোরী করিনা কুবিলিয়ুটের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সত্যিই কি তিনি কার্তিকের নতুন প্রেমিকা? মুখ খুললেন করিনা নিজেই।

Advertisement

কার্তিক গোয়া থেকে একটি ছবি ভাগ করে নেন। ছবিতে শুধুই তাঁর একজো়ড়া পা দেখা যাচ্ছিল। একই সময়ে করিনাও একটি ছবি তাঁর সমাজমাধ্যমে ভাগ করে নেন। একই সমুদ্র সৈকত, বুঝতে অসুবিধা হয়নি নেটাগরিকের। কার্তিকের ছবিতে একটি ভলিবলের কোর্টও দেখা গিয়েছিল, যা করিনার ছবিতেও দৃশ্যমান। কার্তিক ইনস্টাগ্রামে করিনাকে অনুসরণও করছিলেন। কিন্তু গুঞ্জন ছড়ানোর পরেই ৩৫ বছরের অভিনেতা ১৮ বছরের কিশোরীকে ‘আনফলো’ করে দেন।

এ বার করিনা নিজেই মুখ খুলেছেন। তাঁর দাবি, তিনি মোটেই কার্তিকের প্রেমিকা নন। এক নেটাগরিক করিনার উদ্দেশে লিখেছেন, “দয়া করে কার্তিকের থেকে পালাও। আমার কথা শোনো, কার্তিকের সঙ্গে প্রেম করা ঠিক নয়। ও তোমাকে ছেড়ে দেবে। তাই ও ছাড়ার আগে তুমি ওকে ছে়ড়ে দাও।” সেই পোস্টে গিয়েই করিনা মন্তব্য করেছেন, “আমি ওর প্রেমিকা নই!”

Advertisement

কিন্তু কে এই করিনা? জানা যাচ্ছে, ইংল্যান্ডের কার্লিসল কলেজের ছাত্রী করিনা। তিনি পেশায় একজন ‘চিয়ারলিডার’ও। কার্তিক ও করিনার বয়সের ব্যবধান নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।

কয়েক মাস আগেই কার্তিকের সঙ্গে নাম জড়িয়েছিল দক্ষিণী তারকা শ্রীলীলার। তাঁরা একটি ছবিতে একসঙ্গে কাজও করেছেন। যদিও কার্তিক বা শ্রীলীলা এই নিয়ে মুখ খোলেননি এখনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement