Malaika Arora

‘কম বয়সে বিয়ে করাটা ভুল’! উপলব্ধি মলাইকার, দিলেন কোন সাবধানবাণী?

সম্প্রতি মলাইকা জানালেন, অল্প বয়সে বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত। নতুন প্রজন্মের মেয়েদের তিনি উপদেশ দেন, এই ভুল যাতে তারা না করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪১
Share:

নতুন প্রজন্মের মেয়েদের কোন সাবধানবাণী দিলেন মলাইকা? ছবি: সংগৃহীত।

১৯৯৮ সালে মলাইকা-আরবাজ়ের বিয়ে হয়েছিল। সেই সময়ে অভিনেত্রীর বয়স ছিল ২১ বছর। তখন ‘ভিডিয়ো জকি’ হিসাবে যথেষ্ট জনপ্রিয় ছিলেন মলাইকা। সেই বিয়ে ভাঙে ২০১৬ সালে। তাঁদের ২২ বছরের এক পুত্র রয়েছে। সম্প্রতি মলাইকা জানান, অল্প বয়সে বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল। নতুন প্রজন্মের মেয়েদের তিনি একপ্রকার সাবধান করে দেন।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে মলাইকা বলেন, “কম বয়সে বিয়ে করার মতো ভুল আর একটাও নেই। জীবনকে উপভোগ করা উচিত। হ্যাঁ, বিয়ের পরেও জীবনে বিভিন্ন ভাল সময় আসবে। অনেক ভাল ঘটনা ঘটবে। যেমন আমি খুব তাড়াতাড়ি সন্তানের মা হতে পেরেছি। এটা অবশ্যই ভাল একটা ঘটনা। কিন্তু তার মানে এই নয় যে, বিয়েই জীবনের সব কিছু। বরং নিজের পায়ের তলার মাটি শক্ত করা উচিত।’’

আরবাজ়ের সঙ্গে বিচ্ছেদের পরে নানা রকম প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। বিয়ের এত বছর পরে কেন বিচ্ছেদ! প্রশ্ন তোলে পরিবার। তবে মলাইকা জানান, বিচ্ছেদ নিয়ে কোনও আফসোস নেই তাঁর। বছর দুয়েক হল ফের বিয়ে করেছেন মলাইকার প্রাক্তন স্বামী। একটি কন্যাসন্তানও এসেছে আরবাজ়ের জীবনে। প্রশ্নে ওঠে, তবে কি মলাইকাও ফের বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবছেন! তাতেই মলাইকার সাফ জবাব, বিয়ে করেও দেখেছেন, সম্পর্কে থেকেও দেখেছেন। বিয়ে খারাপ, সেটা বলছেন না। তবে বিয়ে তাঁর জন্য নয়। তিনি নিজের জীবন নিয়ে ভাল আছেন। তবে জীবনে তেমন কোনও পরিস্থিতি এলে, ফের ভেবে দেখবেন বলেও জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement