Munawar Faruqui

মুম্বইয়ে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের চাপের মুখে মুনাওয়ার ফারুকি, কী করা হল বিতর্কিত শিল্পীর সঙ্গে?

বিভিন্ন সময় নানা ধরনের সামাজিক বিষয়ে সরব হতে দেখা যায় ফারুকিকে। এমনকি হাজতবাস পর্যন্ত করতে হয়েছে তাঁকে। এ বার বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের চাপে বড় সমস্যায় পড়লেন শিল্পী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৭:৩১
Share:

কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি। ছবি: সংগৃহীত।

মুসলিম হিসাবে লজ্জিত। পহেলগাঁও ঘটনা দেখে এই মন্তব্য করেছেন সুরকার সেলিম মার্চেন্ট। এমনকি কোরানের সুরাহ-অল-বকরাহ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসলাম মোটেই এমন শিক্ষা দেয় না। সেলিমের সঙ্গে সহমত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকিও। তবু, নিজের দেশেই সমস্যায় পড়তে হল তাঁকে

Advertisement

বিভিন্ন সময় নানা সামাজিক সমস্যা নিয়ে সরব হয়েছেন। এমনকি হাজতবাস পর্যন্ত করতে হয়েছে মুনাওয়ারকে। এ বার বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের চাপে বড় সমস্যায় পড়লেন শিল্পী। ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে মু্ম্বইয়ের বান্দ্রায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমন্ত্রিত ছিলেন বলিউড এবং ছোট পর্দার কিছু তারকা। কর্ণবীর মেহরা, মালাইকা অরোরা, জান্নাত জুবায়েরের মতো অভিনেতার পাশাপাশি ছিলেন মুনাওয়ার ফারুকিরও। কিন্তু শেষ পর্যন্ত মুনাওয়ারের নাম বাদ দেওয়া হয়।

জানা গিয়েছে, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা জানিয়েছিলেন যদি মুনাওয়ার এই অনুষ্ঠানে আসেন, তাঁরা প্রতিবাদ করবেন। বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের হুমকির পরই মুনওয়ারের নাম অতিথি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। মহারাষ্ট্রের পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ড, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিভাগ, মহারাষ্ট্র এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সহযোগিতায় এই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবেন্দ্র ফডনবীশ।

Advertisement

স্থানীয় বজরং দলের দাবি, এর আগে মনুওয়ারের বিরুদ্ধে হিন্দু দেবদেবীদের অপমান করার অভিযোগ উঠেছে। বজরং দলের কঙ্কণ প্রদেশের সহ-সংযোগক গৌতম রাওয়ারিয়া জানিয়েছেন, তাঁরা মুনাওয়ারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। এলাকার আইন ও শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেই জন্যই ওই ব্যক্তিকে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোই উচিত বলে দাবি করেন সদস্যরা। অন্যথা হলে প্রতিবাদের হুঁশিয়ারিও দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement