(বাঁ দিক থেকে) জয়া বচ্চন, নব্যা নন্দা এবং শ্বেতা বচ্চন। ছবি: সংগৃহীত।
অমিতাভ বচ্চনের কন্যা হয়েও অভিনয়জগৎ থেকে নিজেকে দূরেই রেখেছেন শ্বেতা বচ্চন নন্দা। পড়াশোনার পর ১৯৯৭ সালে শিল্পপতি নিখিল নন্দার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। নিজের সন্তানদেরও শাসনে-ভালবাসায় মুড়িয়ে রেখেছেন শ্বেতা। কিন্তু রাগের মাত্রা মাপলে নাকি নিজের মা জয়াকেও টেক্কা দিতে পারেন তিনি!
সম্প্রতি আইআইএম থেকে স্নাতকোত্তর পাশ করেছেন নব্যা। অনেকটাই বড় হয়েছেন তিনি। বাবা নিখিল নন্দার ব্যবসায় যোগদান করার ইচ্ছাপ্রকাশও করেছেন। মাসকয়েক আগে এক সাক্ষাৎকারে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে কথা বলতে শুরু করেন। তখনই নব্যা জানান, দিদা জয়া ও মা শ্বেতা তাঁর কাছে একেবারেই বন্ধুর মতো। মেয়ের মুখের কথা কেড়ে নিয়ে খানিক রেগে গিয়েই নব্যার ভুল শুধরে দেন শ্বেতা। বলে ওঠেন, ‘‘না! আমি একেবারেই তোমার বন্ধু নই, তোমার মা হয়েই থাকতে চাই। বুঝলে?’’
এই প্রথম নয়। এর আগেও নব্যার পডকাস্ট অনুষ্ঠানে মা ও দিদা এলে প্রকাশ্যে তাঁদের মতবিরোধ ক্যামেরাবন্দি হয়েছে। কখনও জয়া মেজাজ দেখিয়েছেন মেয়েকে। কখনও আবার শ্বেতার কারণে চুপ করে যেতে হয়েছে জয়াকে। এখানেই শেষ নয়। এক সাক্ষাৎকারে শ্বেতা জানান, নব্যা তাঁর নাভি বেঁধানোর (বেলি পিয়ার্সিং) সিদ্ধান্ত নিয়েছিলেন। সে কথা বাড়িতে জানালে শ্বেতা আপত্তি করেন। কিন্তু, শ্বেতার আপত্তি শোনেননি নব্যা। তা জানাজানির পর শ্বেতা রেগে গিয়ে নাকি বাড়িতে প্রবল অশান্তি করেন। একরকম জোর করেই নব্যার ‘পিয়ার্সিং’ বন্ধ করিয়ে দেন তিনি। ফলে বলাই বাহুল্য, বয়স বাড়লেও মায়ের কড়া শাসন এখনও নব্যার নিত্য দিনের সঙ্গী।