হুমাইরার অডিয়ো বার্তা ভাইরাল। ছবি: সংগৃহীত।
করাচির প্রতিরক্ষা দফতরের আবাসন থেকে উদ্ধার হয়েছিল পাকিস্তানি অভিনেত্রীর পচাগলা দেহ। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছিল ৩২ বছরের হুমাইরা আসগরের মৃত্যু হয় থাকতে পারে সপ্তাহ দুয়েক আগে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট জানায় প্রায় ৮-১০ মাস ধরেই মৃত অবস্থায় ওই বন্ধ ঘরে পড়েছিলেন হুমাইরা। তাঁর শরীরে পোকা ধরে গিয়েছিল, গলে গিয়েছে মাংস।
কিন্তু দীর্ঘ দিন কেউ কেন খোঁজ করলেন না হুমাইরার? তা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে। অভিনেত্রীর পরিবার অবশ্য তাঁর মৃতদেহ গ্রহণ করতেও অস্বীকার করেছে। তাঁর বাবা জানিয়ে দিয়েছেন, মেয়ের সঙ্গে তাঁদের কোনও সম্পর্কই ছিল না। যদিও অভিনেত্রীর মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা দেখছেন না কোনও পক্ষই। এরই মধ্যে প্রকাশ্যে এল হুমাইরার শেষ বার্তা।
অভিনেত্রীর একটি কণ্ঠস্বর ভাইরাল হয়েছে যেখানে তিনি বলেছেন, ‘‘কাজের জন্য ব্যস্ত, আজ এখানে কাল সেখানে। খুব খুশি তুমি মক্কায় গিয়েছ। আমার জন্য প্রার্থনা করবে। অনেকটা প্রার্থনা। তোমার এই ছোট্ট বোন বা বন্ধু যা-ই বল না কেন, তার কেরিয়ারের জন্য প্রার্থনা কোরো।’’ কার উদ্দেশে এমন বার্তা দিয়েছিলেন হুমাইরা, সেটা স্পষ্ট নয়।
দীর্ঘ দিন ভাড়া না মেটানোয় করাচির ওই আবাসনের মালিক মামলা করেছিলেন হুমাইরার নামে। সমনের উত্তর না দেওয়ায় গত সপ্তাহে ওই আবাসনের বন্ধ ঘরে হানা দেয় পুলিশ। আর তখনই জানাজানি হয় অভিনেত্রীর মৃত্যুর খবর।
ঘরের প্রধান দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। দেখা যায় মেঝেতে উপুড় হয়ে পড়ে রয়েছে হুমাইরার মৃতদেহ। একেবারে পচে-গলে গিয়েছিল দেহটি। পোকা হয়ে গিয়েছিল চার পাশে। সে সময় পুলিশ জানিয়েছিল, শুধু মূল দরজা নয়, ওই ফ্ল্যাটের বারান্দার দরজাও ভিতর থেকে বন্ধ ছিল। ফলে বাইরে থেকে কেউ ঢুকে তাঁকে হত্যা করেছেন, এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হয়েছিল প্রথমেই।