Papon on Zubeen Garg

‘ওর মতো আমার ক্ষমতা নেই’, মঞ্চে উঠে জ়ুবিনকে নিয়ে কী বললেন পাপন?

প্রয়াত শিল্পী তথা বন্ধুকে শ্রদ্ধা জানাতে বাতিল করে দিয়েছিলেন নিজের আসন্ন অনুষ্ঠান। অবশেষে রবিবার জ়ুবিনের মৃত্যুর পরে প্রথম মঞ্চে অনুষ্ঠান করলেন পাপন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৪:৫১
Share:

জ়ুবিনকে নিয়ে পাপনের মন্তব্য! ছবি: সংগৃহীত।

জ়ুবিন গার্গের মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিলেন গায়ক পাপন। প্রয়াত শিল্পী তথা বন্ধুকে শ্রদ্ধা জানাতে বাতিল করে দিয়েছিলেন নিজের অনুষ্ঠান। অবশেষে রবিবার জ়ুবিনের মৃত্যুর পরে প্রথম মঞ্চে অনুষ্ঠান করলেন পাপন। বিশেষ ভাবে শ্রদ্ধা জানালেন জ়ুবিনকে।

Advertisement

২০০৬ সালের ছবি ‘পেয়ার কে সাইড এফেক্টস’ ছবিতে ‘জানে কেয়া চাহে মন’ গানটি গেয়েছিলেন জ়ুবিন। সেই গানও আজও সঙ্গীতপ্রেমীদের কানে বাজে। সেই গানটিই মঞ্চে গাইলেন পাপন। সেই সঙ্গে জানিয়ে দিলেন, হাজার চেষ্টা করলেও জ়ুবিনের মতো এই গান গাইতে পারবেন না। পাপন বলেন, “জ়ুবিন চলে যাওয়ার পরে এটাই আমার প্রথম অনুষ্ঠান। আমি ওকে উদ্‌যাপন করতে চাই। জ়ুবিন গার্গ ওর গান ও কণ্ঠের মাধ্যমে আমাদের মধ্যে রয়েছে। আমার ক্ষমতা নেই ওর মতো গাওয়ার। এই গান আমার ঘরানারও নয়। কিন্তু এই গান নিজের মতো করে গেয়েছি। ওকে মনে করার জন্য এই গান গাইছি।”

১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জ়ুবিনের। ২৪-এ গুয়াহাটিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যের থেকে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন পাপন। সেই সঙ্গে তিনি লিখেছিলেন, “বিদায় বন্ধু। যেখানেই থেকো, ভাল থেকো।”

Advertisement

জ়ুবিনের সঙ্গে পুরনো একটি ছবি ভাগ করে নিয়ে, দ্রুত তদন্ত করে আসল ঘটনা প্রকাশ্যে আনার কথাও বলেছিলেন পাপন। এই মুহূর্তে জ়ুবিনের মৃত্যু তদন্ত অসমের বিশেষ তদন্তকারী দলের হাতে। ইতিমধ্যেই তাঁরা গ্রেফতার করেছেন জ়ুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা-সহ তিনজনকে। ঘটনা নিয়ে এখনও উদ্বেগে রয়েছেন জ়ুবিনের অনুরাগীরা। তাঁরা সুবিচারের আশায় দিন গুনছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement