প্রেমানন্দজি মহারাজের কাছে শিল্পা-রাজ। ছবি: সংগৃহীত।
আধ্যাত্মিক গুরু প্রেমানন্দজি মহারাজের কাছে হঠাৎ শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রা। পর পর বিতর্ক লেগেই রয়েছে তারকাজুটির জীবনে। সম্প্রতি শিল্পা ও রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে অর্থনৈতিক অপরাধদমন শাখা। তাঁদের বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ তুলেছেন ৬০ বছরের এক ব্যবসায়ী। এই বিতর্কের মাঝেই হঠাৎ আধ্যাত্মিক গুরুর দ্বারস্থ শিল্পা ও রাজ। সেই ভিডিয়ো এ বার সমাজমাধ্যমে ভাইরাল।
সেই ভাইরাল ভিডিয়োতে রাজ জানাচ্ছেন তিনি তাঁর একটি কিডনি দান করতে চান প্রেমানন্দজিকে। উত্তরে প্রেমানন্দজি মহারাজ বলেন, “ঈশ্বর যত দিন না চাইছেন, তত দিন তা হবে না।” রাজ ও প্রেমানন্দের এই কথোপকথন দেখে মুগ্ধ অনুরাগীরা। এই দিন দীর্ঘ সময় ধরে প্রেমানন্দের বাণী শোনেন শিল্পা ও রাজ।
‘রাধা’র নাম কী ভাবে জপ করা উচিত, সেই ব্যাপারেও প্রশ্ন করেন শিল্পা শেট্টী। প্রেমানন্দজি জানান, রাধার নাম জপ করলে জীবনে নানা অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। যে কোনও মন্ত্রই মন শান্ত রাখতে সাহায্য করে বলেও জানান প্রেমানন্দ।
দীর্ঘ দশ বছর ধরে দুটো কিডনিই বিকল প্রেমানন্দজির। এই ভাবেই তিনি রয়েছেন। যে কোনও মুহূর্তে ঈশ্বর তাঁকে ডেকে নিতে পারেন বলে মনে করেন তিনি। কিন্তু তা নিয়ে তিনি বিন্দুমাত্র ভয় পাচ্ছেন না। এই শুনেই রাজ বলেন, “গত দু’বছর ধরে আমি আপনাকে অনুসরণ করছি। আমার কোনও প্রশ্ন নেই আপনার কাছে। তার কারণ আপনার ভিডিয়োগুলিতেই আমি সব উত্তর খুঁজে পেয়ে যাই। আপনি আমাদের সবার অনুপ্রেরণা। আমি আপনার স্বাস্থ্যের অবস্থা জানি। আমি যদি আপনাকে একটি কিডনি দিয়ে সাহায্য করতে পারি, ভাল লাগবে।”
রাজকে ধন্যবাদ জানিয়ে প্রেমানন্দজি বলেন, “আমার জন্য এই কথাটাই যথেষ্ট। তুমি সুখে থাকো।”