সলমনের মেজাজ। ছবি: সংগৃহীত।
তখন সলমন খানের কেরিয়ার খানিকটা স্তিমিত। সালটা ২০০৩। যদিও সেই সময়ও সলমনের মেজাজ যেন সবসময় রাজার মতোই। ‘তেরে নাম’ ছবির শুটিং করছেন। এই ছবি সলমনের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। বিপুল সাফল্য পান তিনি। এই ছবিতে তাঁর সহ-অভিনেত্রী ছিলেন ইন্দিরা কৃষ্ণন। এখানে তিনি নায়িকা ভূমিকা চাওলার দিদির চরিত্রে অভিনয় করছিলেন। এই ছবিতে ভূমিকা ও তাঁর দিদির সঙ্গে মতো বিরোধের দৃশ্যে দেখা যায় সলমনকে। সেই সময় তিনি অভিনেত্রীকে হুমকি দেন তাঁর গায়ে হাত পড়লে তাঁর নাকি কেরিয়ার শেষ করে দেবেন! এমন কী ইন্ডাস্ট্রি যাতে কাজ না পান সেই ব্যবস্থা করবেন।
সলমন ‘তেরে নাম’ ছবির সেটে ইন্দিরাকে ভয় দেখান তাঁর কেরিয়ার শেষ করে দেবেন। কোনও মারের দৃশ্যে তাঁকে মারা যাবে না। যদি ইন্দিরা অন্যথা করেন, সংবাদমাধ্যমের কাছে সবটা ফাঁস করে দেবেন। এবং সকলকে গিয়ে বলবেন, ‘‘ তুমি আমাকে মেরেছো।’’ এমন কথা শুনে হাপুস নয়নে কাঁদতে শুরু করেন ইন্দিরা। সলমনের দেহরক্ষী পর্যন্ত বার বার নাকি ইন্দিরাকে বলতে থাকেন ভাইয়ের গায়ে হাত দিলে রক্ষে নেই! দীর্ঘক্ষণ এমনটা চলল। তার পর সলমন এসে জানান সবটাই তাঁর সঙ্গে রসিকতা করা হচ্ছিল। প্রায় ঘণ্টাখানেক ধরে এমনটা চলে ইন্দিরার সঙ্গে।
অভিনেত্রী কান্নাকাটি জুড়লে হেসে ফেলেন সলমন। সেটে ভীষণ রকম মজার মানুষ তিনি, রসিক স্বভাবের। তাই প্রায়ই সহ অভিনেতাদের সঙ্গে এমনটা করেই থাকেন ভাইজান।