Entertainment News

সলমন খান চুরিও করেছেন! জানতেন সে খবর?

ঘটনাটি ঠিক কী? এ রহস্য ফাঁস করেছেন সলমনের বাবা সেলিম খান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ১৮:১৪
Share:

সলমন খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

সলমন খানকে আপনি কী ভাবে চেনেন? সুপারস্টার। বছরের পর বছর কোটি কোটি টাকার ব্যবসা দেন বক্স অফিসকে। বহু সম্পর্কের গসিপ শোনা যায় তাঁর নামে। সমাজসেবা করেন। আবার নেশাগ্রস্থ অবস্থায় ফুটপাতে গাড়ি তুলে দেওয়ার অভিযোগও রয়েছে নায়কের বিরুদ্ধে। কিন্তু এ হেন সলমন খান চুরিও করেছেন! জানতেন সে খবর?

Advertisement

কেমন চুরি? স্কুলে পরীক্ষার আগেই নাকি প্রশ্ন চুরি করতেন সল্লু মিঞা। তবে প্রত্যক্ষ ভাবে নয়, পরোক্ষে। ঘটনাটি ঠিক কী? এ রহস্য ফাঁস করেছেন সলমনের বাবা সেলিম খান।

সম্প্রতি কপিল শর্মার টেলিভিশন শো-এ সলমন, আরবাজ এবং সোহেল- তিন ছেলেকে নিয়ে গিয়েছিলেন সেলিম। সেখানে তিনি বলেন, ‘‘আমাদের বাড়িতে একজন আসতেন। গণেশ নাম ছিল। গণেশ এলেই ওকে চা দেওয়া, বসার টুল এগিয়ে দেওয়ার জন্য ছেলেরা ব্যস্ত হয়ে উঠত। আমি ভাবতাম, কে এই লোকটা? আমারই বাড়িতে আমার থেকেও যার সম্মান, আদর বেশি? তার পর খোঁজ নিয়ে জেনেছিলাম, পরীক্ষার আগে প্রশ্ন কী হবে তা জানতে গণেশ আমার ছেলেদের সাহায্য করত।’’

Advertisement

আরও পড়ুন, ভালবাসি রোহমান, ফের প্রকাশ্যে বললেন সুস্মিতা

সেলিমের কথা শুনে সলমন যোগ করেন, গণেশ তাঁর জন্যই নাকি এ কাজ করতেন। ছেলেবেলার দুষ্টুমির ঘটনা এ বার অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন ভাইজান।

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement