Advertisement
E-Paper

ভালবাসি রোহমান, ফের প্রকাশ্যে বললেন সুস্মিতা

কিছুদিন আগে নিজের জন্মদিন সেলিব্রেট করতে রোহমানকে গিয়ে দুবাই গিয়েছিলেন সুস্মিতা। সেখানে কাটানো একান্ত মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল ওয়ালে। সুস্মিতার দুই মেয়ে রেনে এবং আলিশার সঙ্গেও খুব ভাল সম্পর্ক রোহমানের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ১৬:০৬
রোহমান-সুস্মিতা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

রোহমান-সুস্মিতা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

রোহমান শালের সঙ্গে ডেট করছেন সুস্মিতা সেন। এ খবর এখন আর নতুন নয়। বরং তাঁদের যৌথ যাপনের ছবি বা ভিডিয়ো নতুন। সোশ্যাল মিডিয়ার উত্তাপ বাড়াতে ফের যৌথ যাপনের ভিডিয়ো শেয়ার করলেন সুস্মিতা।

রোহমানের জন্মদিন সেলিব্রেট করেছেন সুস্মিতা। নিজেদের ওয়ার্কআউট করার ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার রুহ। পৃথিবীর সব আনন্দ তোমার হাতে থাকুক।… আমাদের দু’টি আত্মা আসলে একই। খুব সুন্দর একটা বছর অপেক্ষা করে আছে। ভালবাসি তোমাকে।…’

কিছুদিন আগে নিজের জন্মদিন সেলিব্রেট করতে রোহমানকে গিয়ে দুবাই গিয়েছিলেন সুস্মিতা। সেখানে কাটানো একান্ত মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল ওয়ালে। সুস্মিতার দুই মেয়ে রেনে এবং আলিশার সঙ্গেও খুব ভাল সম্পর্ক রোহমানের। কিন্তু এখনই বিয়ের জল্পনা উড়িয়ে দিয়েছেন নায়িকা নিজেই।

আরও পড়ুন, বিকিনি পরা ছবি দেখে মিমিকে সানি লিওনের সঙ্গে তুলনা!

সুস্মিতার বয়স এখন ৪২। আর রোহমানের ২৭। রোহমান মুম্বইয়েরই এক মডেল। বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে রোহমানকে। বলিউডে পা রাখার জন্য বহু দিন ধরেই নাকি চেষ্টা করে যাচ্ছেন তিনি। নিন্দুকেরা বলছেন, সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্ককে হয়তো সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছেন তিনি।

Faithfully balanced & gracefully synchronised, Life is #poetry with you #birthdayboy ❤️😍🎵💃🏻 ‘WE’ for Victory!!!😉♾😄❤️keep smiling always!!! I love you @rohmanshawl ❤️💋#duggadugga #happybirthday mmuuuaaah 😁💃🏻🎵

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

এর আগেও সুস্মিতা সেনের সঙ্গে রণদীপ হুডা, বিক্রম ভট্টের সম্পর্ক নিয়ে গুজব রটেছিল। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সুস্মিতা খুব একটা মুখ খোলেন না। অথচ রোহমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যেই জানিয়েছেন।

Happpyyyyy Birthday My Rooh!!!❤️😍💃🏻😁🎉May all the happiness in the world curl up in your arms & you always embrace it with both hands!!😉😄💋’two souls as one’ What a beautiful year awaits!!!💃🏻🎵❤️🥰 I love you!!! To your health & happiness 😇❤️#duggadugga @rohmanshawl 💋♾❤️😍

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

Sushmita Sen সুস্মিতা সেন Rohman Shawl Bollywood Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy