বাড়ির বাস্তু বদলেছেন শাহরুখ। ছবি: সংগৃহীত।
শাহরুখ খানও ব্যর্থতা দেখেছেন। ‘যব হ্যারি মেট সেজল’ ও ‘জ়িরো’ মতো ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পর বলিউড থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন তিনি। টানা পাঁচ বছর পরে ২০২৩ সালে প্রত্যাবর্তন তাঁর। সেই বছর তিনটি ছবিই সফল হয় শাহরুখের। বাড়ির বাস্তু পরিবর্তন করেই নাকি ফের সাফল্য আসে তাঁর জীবনে। আর বাস্তু সংক্রান্ত পরামর্শ তাঁকে দিয়েছিলেন বলিউড প্রযোজক আনন্দ পণ্ডিত।
২০২৩ সালে আনন্দের ৬০ তম জন্মদিনে শাহরুখ নিজেই বলেছিলেন, “ও (আনন্দ) আমার আধ্যাত্মিক গুরু। ও বাস্তুর বিষয়গুলো ভাল বোঝে। তাই আমার ছবি অসফল হওয়ায় ওর সঙ্গে যোগাযোগ করে আমার ঘরের বাস্তু পরিবর্তন করতে বলেছিলাম। আমি বলি, ‘স্যর, আমার আগের ছবিটা সফল হয়নি। এ বার কিছু একটা করুন।’ তার পরে ও বাড়ির আয়নার স্থান পরিবর্তন করার পরামর্শ দিয়েছিল।”
আনন্দ এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, “আমাদের বন্ধুত্ব হওয়ার পরে আমি ওকে বাস্তু নিয়ে নানা পরামর্শ দিতে শুরু করি। আমি বাস্তু নিয়ে পড়াশোনা করেছি। ওর বাড়িতে যা যা পরিবর্তন করার দরকার ছিল, সেগুলো করেছি। সেটা ওর জন্য কাজও দিয়েছে। শাহরুখ খুবই বিনয়ী ও ভদ্র মানুষ।”
‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবির আগেই নিজের বাড়ির বাস্তু নিয়ে পরামর্শ নিয়েছিলেন শাহরুখ। দু’টি ছবিই বক্স অফিসে আলোড়ন তুলেছিল। শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ‘ডাঙ্কি’ ছবিতে। বর্তমানে তিনি আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত। এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়।