Shilpa Shetty

এত বছরের নিয়মে বদল! এ বার গণেশ পুজো হবে না শিল্পা-রাজের বাড়িতে, কেন?

ফের শিরোনামে শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রা। এত দিনের নিয়ম ভাঙল পরিবারে। এ বছর শিল্পার বাড়িতে পা রাখছেন না ‘গণপতি বাপ্পা’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১৬:০৭
Share:

শিল্পা বাড়িতে বন্ধ গণেশ পুজো। ছবি: সংগৃহীত।

গত কয়েক বছরে একের পর বিতর্কে জড়িয়েছেন শিল্পা শেট্টীর স্বামী ও রাজ কুন্দ্রা। কখনও পর্নকাণ্ড, কখনও আবার আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এত সব বিতর্কের মাঝে প্রেমানন্দ মহারাজকে নিজের কিডনি দান করতে চেয়ে চর্চায় উঠে আসেন অভিনেত্রীর স্বামী। এ বার ফের ‘বিপদে’ তারকা দম্পতি? দীর্ঘ দিনের নিয়ম ভাঙল হল পরিবারের। শিল্পার বাড়িতে এ বছর পা রাখছেন না গণপতি বাপ্পা।

Advertisement

প্রতি বছর এই সময় বাড়িতে ধুমধুাম করে গণেশ চতুর্থী পালন করেন শিল্পা। শুধু তাই নয়, অভিনেত্রীর বাড়ির গণেশ বিসর্জন আলোকচিত্রীদের বিশেষ আকর্ষণের জায়গা। নিজের প্রাসাদোপম বা়ড়ি থেকে রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে পুজোয় শামিল হন শিল্পা। তবে এ বার শিল্পার শশুরবাড়ির তরফে এক নিকট আত্মীয়ের মৃত্যু হয়েছে। সেই কারণেই এ বছর আর পুজো হচ্ছে না অভিনেত্রীর বাড়িতে। শিল্পা পোস্টে লেখেন, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, নিকট আত্মীয়ের মৃত্যুর কারণে, এ বছর গণেশ চতুর্থী পালন করছি না। কারণ, ১৩ দিনের ঘাট কাজের নিয়ম থাকে। আশা করছি, আপনারা পাশে থাকবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement