শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রা। ছবি: সংগৃহীত।
সময় ভাল যাচ্ছে না শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রার। তাঁদের বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। এর মধ্যে বুধবার সকালেই শিল্পা ঘোষণা করলেন, বান্দ্রায় তাঁর রেস্তরাঁ ‘বাস্টিয়েন’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার পর থেকে প্রায় হইহই পড়ে গিয়েছে। অল্প সময়ের মধ্যে শিল্পার রেস্তরাঁ জনপ্রিয় হয়ে ওঠে তারকা থেকে সাধারণ মানুষদের মধ্যে। গত বছর সোনাক্ষী সিন্হার বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠানও হয় এখানে। সব এখন নাকি স্মৃতি। তবে সন্ধ্যা হতে না হতেই মিলল চমকপ্রদ তথ্য।
শিল্পা ‘বাস্টিয়ান’ সম্পর্কে পোস্ট করে লেখেন, “এই বৃহস্পতিবার এক বড় অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। আমরা মুম্বইয়ের অন্যতম গন্তব্যস্থল ‘বাস্টিয়েন বান্দ্রা’কে বিদায় জানাতে চলেছি ওই দিন। এই রেস্তরাঁ আমাদের অসংখ্য সুখস্মৃতি দিয়েছে। অসংখ্য মনে রাখার মতো রাতের সাক্ষী এই রেস্তরাঁ। এই শহরের নিশিযাপনকে এক নতুন রূপ দিয়েছিল এই রেস্তরাঁ। এ বার তাকে বিদায় জানানোর পালা।”
এই পোস্টের পর অনেকেই ভাবেন ৬০ কোটি টাকার আর্থিক তছরূপে স্বামী রাজ কুন্দ্রার নাম জড়াতেই নাকি এমন সিদ্ধান্ত। যদিও এটা পুরোটা সত্য নয়। অভিনেত্রীর বান্দ্রার রেস্তরাঁ বন্ধ হলেও সন্ধ্যাবেলা জানানো হয়, জুহুতে ও মুম্বইয়ের আরও একটি জায়গায় এই রেস্তরাঁর শাখা খোলা হবে। সেখানে দক্ষিণ ভারতীয় খাবারের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হবে। হোটেল কর্তৃপক্ষের তরফে লেখা হয়েছে, ‘‘‘জুহু বাস্টিয়ান’ নতুন যাত্রা শুরু করতে চলেছে। এক গল্প বন্ধ হতে নতুন দু’টো গল্প শুরু হচ্ছে। আমরা আপনাদের জন্য অধীর অপেক্ষায় রয়েছি।’’