আর্থিক প্রতারণা মামলায় নাম জড়াল বিপাশা-নেহার। ছবি: সংগৃহীত।
৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। মুম্বই পুলিশের ‘ইকোনমিক অফেন্সেস উইং-এর’ (ইওডব্লিউ) তরফে দীর্ঘ সময় ধরে জেরা করা হল শিল্পা শেট্টীর স্বামীকে। জেরায় উঠে এল আরও দুই অভিনেত্রী, বিপাশা বসু ও নেহা ধূপিয়ার নাম। কী অভিযোগ তাঁদের বিরুদ্ধে?
আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদের সময় রাজ ওই দুই অভিনেত্রীর নাম নেন বলে খবর। ওই ৬০ কোটি টাকার কিছু অংশ দুই অভিনেত্রীর কাছে পারিশ্রমিক হিসাবে গিয়েছে বলে জানিয়েছেন রাজ। তাঁদের সঙ্গে প্রায় ২৫ কোটি টাকা লেনদেনের তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সেই টাকা সরাসরি শিল্পা, বিপাশা, নেহা ও ‘বালাজী এন্টারটেনমেন্ট’-এর অ্যাকাউন্টে জমা পড়েছে বলেও খবর।
গত ১০ সেপ্টেম্বর ইওডব্লিউ-র তরফ থেকে সমন পান রাজ। তাঁকে সংস্থার অফিসে হাজিরা দিতে বলা হয়। তাঁর আইনজীবী সংস্থার কাছে কিছু সময় চেয়ে নিয়েছিলেন। আবেদনে জানানো হয়, ব্যক্তিগত কারণে রাজ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই আবেদন মঞ্জুর করে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ১৫ সেপ্টেম্বর অভিযুক্তকে হাজিরা দিতেই হবে। কথামতো এ দিন হাজিরা দেন রাজ। টানা প্রায় ৫ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। জেরায় বিপাশা ও নেহাকে পারিশ্রমিক দেওয়ার কথা বললেও, অধিকাংশ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরেই নাকি চুপ করে ছিলেন রাজ। ফলে, আবার জেরার জন্য রাজ কুন্দ্রাকে ডেকে পাঠানো হতে পারে বলে খবর।