কমল হাসনের সঙ্গে শ্রুতি হাসন। ছবি: সংগৃহীত।
দক্ষিণী বিনোদন জগতের মেগা-তারকা কমল হাসনের মেয়ে তিনি। অভিনেত্রী হিসাবে তো বটেই, গায়িকা হিসাবেও নামডাক আছে তাঁর। তবে পেশাগত জীবনের পাশাপাশি, শ্রুতি হাসনের ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহল নিরন্তর। গত ৪ বছর ধরে অসমের জনপ্রিয় ইলাস্ট্রেটর শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রুতি। মাঝেমধ্যেই সমাজমাধ্যমে তাঁদের একসঙ্গে তোলা ছবিও দিতেন শ্রুতি। একত্রবাস করতেন তাঁরা। সম্প্রতি তাঁদের বিয়ের গুঞ্জনও শোনা যায়। কিন্তু, আচমকাই ভেঙে যায় শ্রুতি-শান্তনুর সম্পর্ক। কী কারণে ভাঙল সম্পর্ক, তা নিয়ে বিস্তর জল্পনা হয়েছে। যদিও শ্রুতি জানান, বিয়ে নিয়ে ভীতি আছে তাঁর। তবে মা হতে চান ভবিষ্যতে।
আগে সারাক্ষণ শান্তনুর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন শ্রুতি। তবু, বিয়েতে শ্রুতি ও শান্তনু, দুই তরফেরই অনীহা ছিল। শ্রুতির সঙ্গে বিয়ের প্রসঙ্গে শান্তনু বলেছিলেন, ‘‘আমি বিয়ে নামক প্রতিষ্ঠানটিতে বিশ্বাসই করি না। আমার শিল্পীসত্তাকে কেউ কোনও গন্ডির মধ্যে বেঁধে রাখুক,তা আমি চাই না।’’ সম্পর্ক ভেঙে যাওয়ার পর চুপ ছিলেন শ্রুতি। তবে এ বার জানান, বোঝাপড়ার বিস্তর সমস্যা ছিল। শ্রুতি বলেন, ‘‘বিয়ে নামটা শুনলেই ভয় পাই। এক বার প্রায় বিয়ে হতে হতে বেঁচে গিয়েছি। আমি সম্পর্ক ভেঙে দিয়েছিলাম। কারণ, বোঝাপড়ার সমস্যা। তবে মা হতে চাই। ‘সিঙ্গল মাদার’ নয়। কারণ, সন্তানের বেড়ে ওঠার জন্য বাবা-মা দু’জনকেই প্রয়োজন।’’