(বাঁ দিকে) সোনাক্ষী সিন্হা, (ডান দিকে) জ়াহির ইকবাল। ছবি: সংগৃহীত।
অনুপরিবারেই নাকি বিশ্বাসী হয়ে উঠেছেন ভারতীয়রা। সাধারণ মধ্যবিত্ত পরিবারেই নাকি হাঁড়ি আলাদা হচ্ছে সকলের। আর তারকা হলে তো কথাই নেই। কিন্তু সে দিক থেকে সোনাক্ষী একেবারে আলাদা। বিয়ের আগেই স্বামী জ়াহির ইকবাল আলাদা থাকার প্রস্তাব দিয়েছিলেন সোনাক্ষীকে। কিন্তু তা খারিজ করে অভিনেত্রী বলেন, ‘‘তোমার থাকতে হলে থাকো। আমি ওঁদের সঙ্গে থাকব।’’ শাশুড়ির সঙ্গে কতটা মিল সোনাক্ষীর?
ভিন্ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক নাকি সোনাক্ষী সিন্হার পরিবার প্রথমে মেনে নিতে চায়নি। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জ়াহির ইকবালের কেউই। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন তাঁরা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বাড়ির মত না থাকলেও, জ়াহিরের সঙ্গে যে সুখে আছেন সোনাক্ষী, তা অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায়। নায়িকার কথায়, বিয়ে হওয়ার পর তাঁর মনে হয়েছে, আরও আগেই বিয়েটা করে নেওয়া উচিত ছিল। কারণ শ্বশুরবাড়িতে এতটাই যত্নে আছেন তিনি। এমনকি মায়ের থেকেও নাকি বেশি শাশুড়ির সঙ্গে তাঁর মিল বেশি। অভিনেত্রীর কথায়, ‘‘আমার মা ভীষণ ভাল রান্না করেন। আমি রান্নার কিছুই জানি না। সেটা নিয়ে মা চিন্তায় থাকতেন। কিন্তু আমার শাশুড়িও রান্না জানেন না। শুধু খেতে জানেন। আমাকে বলেছিলেন, ‘তুমি ঠিক পরিবারে এসে পড়েছ’।’’