Sonakshi Sinha

বেড়াতে গিয়ে সোনাক্ষীর প্রেম হয় দ্বিগুণ! যাওয়ার আগে জানতেন না জ়াহিরকেই বিয়ে করবেন

বিয়ের আগে একসঙ্গে ফিনল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন তারকা দম্পতি। সেই ভ্রমণই নাকি জীবন বদলে দিয়েছিল সোনাক্ষীর। বেড়াতে যাওয়ার আগে জানতেন না, জ়াহিরকেই বিয়ে করবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৬:৫৭
Share:

একসঙ্গে বেড়াতে গিয়েই সোনাক্ষী বোঝেন, জ়াহিরকেই বিয়ে করবেন। ছবি: সংগৃহীত।

বিয়ের আগে সাত বছরের প্রেম ছিল সোনাক্ষী ও জ়াহির ইকবালের। দেখতে দেখতে এক বছরের দাম্পত্যও কাটিয়ে ফেলেছেন। তাঁদের সম্পর্কের সূত্রধর ছিলেন সলমন খান। বিয়ের প্রস্তাব অবশ্য নিজেই দিয়েছিলেন জ়াহির। দেশের মাটিতে নয়, ভিন‌্‌দেশে এই বিাহপ্রস্তাব পর্বেও নাকি ছিল নাটকীয়তা!

Advertisement

বিয়ের আগে একসঙ্গে ফিনল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন তারকা দম্পতি। সেই ভ্রমণই নাকি জীবন বদলে দিয়েছিল সোনাক্ষীর। বেড়াতে যাওয়ার আগেও জানতেন না, জ়াহিরকেই বিয়ে করবেন। কিন্তু বেড়িয়ে আসার পরে বদলে গিয়েছিল জীবন। সেই স্মৃতি আজও মনে রয়ে গিয়েছে অভিনেত্রীর।

বেড়াতে যাওয়ার আগে সোনাক্ষী ভাবতেই পারেননি বিয়ের প্রস্তাব পাবেন। কিন্তু জ়াহির নাকি তত দিনে নিজের বাবা-মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছিলেন। জ়াহির বিয়ের প্রস্তাব দেওয়ার পরে বিশ্বাস করতে পারছিলেন না সোনাক্ষী। ভেবেছিলেন, প্রেমিক বোধহয় মশকরা করছেন। কিন্তু সেই ধারণা দূর করে দেন জ়াহির নিজেই।

Advertisement

তাই সোনাক্ষী বলেছেন, তিনি বেড়াতে গিয়েছিলেন প্রেমিকের সঙ্গে। কিন্তু ফিরেছিলেন বাগদত্তকে নিয়ে। ফিনল্যান্ডে সুমেরু প্রভা (নর্দার্ন লাইটস) দেখতে ভিড় হয় বহু পর্যটকের। সেই আলোর নীচেই প্রেয়সীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জ়াহির। সেই মুহূর্ত নাকি রূপকথা বা স্বপ্নের মতো ছিল সোনাক্ষীর কাছে। এমন মুহূর্ত কাটানোর পরে বিয়ে নিয়ে আর দ্বিতীয় বার ভাবেননি অভিনেত্রী। স্থির করেন, জ়াহিরকেই বিয়ে করবেন তিনি।

জ়াহিরের সঙ্গে সাত বছরের সম্পর্ক সোনাক্ষীর। শোনা যায়, ভিন্‌ধর্মের সম্পর্ক বলে অভিনেত্রীর পরিবার নাকি প্রথমে মেনে নিতে চায়নি। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জ়াহির কেউই। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন তাঁরা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বিয়ের সাজেও ছিল না আতিশয্য। বিবাহ-পরবর্তী জীবনে নিজেদের সুখী মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরতে শুরু করেন দু’জনই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement