(বাঁ দিকে) সুনীতা আহুজা, গোবিন্দ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
গত কয়েক মাস ধরেই চর্চায় রয়েছেন সুনীতা আহুজা। একাধিবার স্বামী গোবিন্দকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। পরিস্থিতি এমন হয়, যে অনেকে ধরেই নিয়েছিলেন গোবিন্দ ও সুনীতার বিচ্ছেদ হবেই। পরে অবশ্য সুনীতা জানান, তাঁদের আলাদা করার ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই। এখন সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও দীপাবলিতে উদ্বেগে সুনীতা। কেন?
কিছু দিন আগেই করবা চৌথ উপলক্ষে স্ত্রীকে প্রায় ৯০ ভরির বড় হার উপহার দিয়েছিলেন গোবিন্দ। সেই ছবি সমাজমাধ্যমে নিজেই ভাগ করে নেন সুনীতা। গণেশচতুর্থীতেও একসঙ্গে দেখা যায় তাঁদের। তা হলে দীপাবলির আগে ফের কেন চিন্তায় তারকাপত্নী? সুনীতা জানান, দীপাবলিতে তিনি প্রদীপ জ্বালাবেন, ঘর সাজাবেন। তবে শব্দবাজি একদম নয়। সুনীতার কথায়, ‘‘এই সময়টা আমি খুব চিন্তায় থাকি। আমার পোষ্য আছে। শব্দবাজি ফাটালে ও ভীষণ ভায় পায়। বাকি পথকুকুরদের জন্য উদ্বেগে রয়েছি।’’ সুনীতা এই মুহূর্তে নেটপ্রভাবী হয়ে উঠেছেন। ভ্লগিং শুরু করেছেন। ইতিমধ্যেই ইউটিউবের ‘রুপোলি বাটন’ পেয়েছেন। সুনীতা নিজেই জানান, লোকে তাঁর হাসিখুশি মুখ দেখতে পছন্দ করেন। এ ছাড়াও সমাজমাধ্যম থেকে লোকে অনেক টাকা উপার্জন করেছেন, আর এখন তাঁর পালা।