New Updates Of Bengali Mega Jagadhatri

‘মনে হচ্ছে অঙ্কিতার সঙ্গে রোমান্টিক দৃশ্যে সমস্যা হবে না’! ‘জগদ্ধাত্রী’তে এসেই বললেন ঋষভ

“বরাবর পার্শ্ব অভিনেতার চরিত্রে অভিনয় করেছি। সেখান থেকে আমি নায়ক! খুশি ধরে রাখতে পারছি না”, বললেন ‘জগদ্ধাত্রী’র নতুন নায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ২০:৫২
Share:

ঋষভ ভৌমিক আর অঙ্কিতা মল্লিক। ছবি: ফেসবুক।

ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে নতুন নায়ক এসেছেন। ‘স্বয়ম্ভূ’ সৌম্যদীপ মুখোপাধ্যায় কি তা হলে সরে গেলেন? একেবারেই না। তিনি যেমন ছিলেন তেমনই আছেন। ‘জগদ্ধাত্রী’র মেয়ে ‘দুর্গা’র নায়ক হিসাবে প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী বেছেছেন অভিনেতা ঋষভ ভৌমিককে। ধারাবাহিকে ‘জগদ্ধাত্রী’ এবং ‘দুর্গা’— এই দুই চরিত্রেই অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক।

Advertisement

অর্থাৎ, এক নায়িকার দুই নায়ক! প্রশ্ন করতেই হেসে ফেলেছেন প্রযোজক। স্নেহাশিস আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, বিষয়টি সে রকমই। তার পর বললেন, “অনেক ছবি জমা পড়েছিল। তার মধ্যে থেকে ঋষভকে পছন্দ হল। বেশ মিষ্টি দেখতে।” প্রযোজক ‘অডিশন’-এ বিশ্বাসী নন। “একটা সংলাপ পড়তে দিয়েছিলাম। দেখলাম, ভাল প্রকাশভঙ্গি। আর কাউকে দেখিনি।” স্নেহাশিস যখন তাঁর দ্বিতীয় নায়কের প্রশংসায় পঞ্চমুখ, তখন ঋষভ কী করছেন? খবর, তিনি তখন অভিনয়ে ডুবে। সবে একদিন ছোটপর্দায় দেখানো হয়েছে তাঁকে।

শুটিং থেকে অবসর মিলতেই কথা বললেন তিনিও। নায়িকা হিসাবে ‘জগদ্ধাত্রী’কে বেশি পছন্দ, না কি ‘দুর্গা’কে?

Advertisement

ভাবতে একটুও সময় নিলেন না। বললেন, “আমার মেয়েকেই বেশি পছন্দ। বাস্তবেও দুর্গার মতো মেয়েরা মনের দিক থেকে ভাল মানুষ হন। কারণ, যা বলেন সামনে বলেন।” এটা পর্দার গল্প। পর্দার পিছনের গল্প কেমন? নায়িকার সঙ্গে বন্ধুত্ব হয়েছে? “মাত্র দিনচারেক অভিনয় করেছি। তার মধ্যেই প্রত্যেকে ভীষণ আপন করে নিয়েছেন। হ্যাঁ, অঙ্কিতাও।” ঋষভ জানিয়েছেন, কোনও রকম অসুবিধা হলেই জানাতে বলেছেন তাঁর নায়িকা।

তা হলে তো রোমান্টিক দৃশ্য জমে গিয়েছে! বলতেই জোরে হাসি তাঁর। ঋষভের মতে, “আমি এখানে শিল্পীমনের মানুষ। গানবাজনা নিয়ে থাকি। আপাতত সে রকম দৃশ্য ক্যামেরাবন্দি হচ্ছে। প্রেমের দৃশ্য আসেনি।” একটু থেমে যোগ করেছেন, “বাস্তবে অঙ্কিতাও ভাল মনের মেয়ে। মনে হয় রোমান্টিক দৃশ্যে অভিনয়ে খুব সমস্যা হবে না।”

দ্বিতীয় নায়ক যদি ‘শিল্পী’ হন, প্রথম নায়ক মানে ‘স্বয়ম্ভূ’ পুলিশ অফিসার একদম বিপরীত মেরুর। অভিনয়ের অবসরে ‘তেল’ আর ‘জল’ কি মিশছে?

উপমা শুনে খুশি ঋষভ। মজার গলায় বললেন, “পার্থক্য পর্দায়। বাস্তবে খুবই আন্তরিক সৌম্যদীপ। ও-ই আমার আড়ষ্টতা কাটিয়েছে। আপন করে নিয়েছে। দরকারে পরামর্শ দেয়।” অভিনেতা এর আগে টানা ‘জগদ্ধাত্রী’ দেখতে পারেননি। তবু অভিনয়ের সময় খুব সমস্যা হচ্ছে না তাঁর। সকলে সহযোগিতা করায় সবটাই সহজে হয়ে যাচ্ছে, জানালেন ‘জগদ্ধাত্রী’র পরিবারের নতুন সদস্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement