শেফালীর পদবিতেও রয়েছে বিশেষ অর্থ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
২০০২ সালে ‘কাঁটা লগা’ রিমিক্স মিউজ়িক ভিডিয়োয় প্রথম আত্মপ্রকাশ। সেই সময়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। তার পরে নিয়মিত কাজ করতেন না শেফালী জরীওয়ালা। ‘বিগবস্ ১৩’-এ যোগ দিয়ে ফের চর্চায় উঠে এসেছিলেন অভিনেত্রী।
তাঁর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ বিনোদন জগৎ। মৃত্যুর পর শেফালীর ব্যক্তিগত জীবনও এসেছে অনুরাগীদের চর্চায়। প্রয়াত অভিনেত্রীর পদবির নেপথ্যেও রয়েছে নাকি বিশেষ অর্থ।
১৯৮২ সালে অহমদাবাদের এক গুজরাতি পরিবারে জন্ম শেফালীর। বলিউডের পাশাপাশি বেশ কয়েকটি দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন তিনি। শেফালীর বাবা সতীশ জরীওয়ালা পেশায় ব্যাঙ্কের কর্মী ছিলেন। হিন্দু পরিবারে জন্ম। তাই সমস্ত হিন্দু রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর। শেফালী নিজেও প্রায়ই পুজোআচ্চা করতেন বলে জানা গিয়েছে। জরীওয়ালা পদবিধারীরা সাধারণত বুনন ব্যবসার সঙ্গে জড়িত। গুজরাতের কাপড়ের ব্যবসার সঙ্গে বহু বছর ধরে যুক্ত এই গোষ্ঠীর মানুষ।
হাতখরচের জন্য ‘কাঁটা লগা’ গানে কাজ করেছিলেন শেফালী। বাবার থেকে অনুমতি পাননি সেই সময়ে। কিছুটা জোর করেই মিউজ়িক ভিডিয়োর কাজটি গ্রহণ করেছিলেন। পেয়েছিলেন ৭হাজার টাকা পারিশ্রমিক। সেই সময়ে তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করছিলেন শেফালী।
২০০৪ সালে গায়ক হরমিত সিংহকে বিয়ে করেছিলেন শেফালী। তবে সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। সেই দাম্পত্যে সুখী ছিলেন না বলে নিজেই এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী। সম্পর্ক বিষাক্ত হয়ে উঠেছিল। আর্থিক ভাবে স্বাধীন হওয়ায় সেই দাম্পত্য থেকে সরে আসতে পেরেছিলেন বলে জানিয়েছিলেন শেফালী। ২০১৪ সালে পরাগ ত্যাগীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শেফালি। তার আগে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা।