Blood Group Heat Sensitivity

‘এ’, ‘ও’, ‘বি’, ‘এবি’, শরীরে কোন গ্রুপের রক্ত থাকলে গরম বেশি লাগে, তা কি বোঝার উপায় আছে?

শরীরে গরম বেশি বোধ হওয়া বা কম বোধ হওয়া— এর নেপথ্যে নানাবিধ কারণ থাকতে পারে। তবে রক্তের গ্রুপের ভিন্নতাও কি থাকতে পারে এই তালিকায়? কী বলছেন চিকিৎসকেরা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৪:১৪
Share:

ছবি: সংগৃহীত।

আপনার কি বেশি গরম বোধ হয়? আপনার পাশের মানুষটির কম? উষ্ণতাবোধের এই তারতম্যের নেপথ্যে নানাবিধ কারণ থাকতে পারে। তবে রক্তের গ্রুপের ভিন্নতাও কি থাকতে পারে এই তালিকায়? চিকিৎসকদের একাংশের দাবি, রক্তের গ্রুপভেদে শরীরের তাপ প্রতিরোধের মাত্রা বিভিন্ন হতে পারে। কী বলছেন তাঁরা? কোন গ্রুপের রক্তের ক্ষেত্রে বেশি গরম বোধ হয়?

Advertisement

দাবি করা হচ্ছে, যাঁদের রক্তের গ্রুপ ‘ও’, তাঁদের শরীরে অ্যাড্রিনালিনের মাত্রা তুলনামূলক ভাবে বেশি থাকে। মানসিক চাপ বা শারীরিক পরিশ্রমের সময় হৃৎস্পন্দন এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। এবং তাঁদের শরীর তুলনামূলকভাবে বেশি তাপ উৎপন্ন করতে পারে। অন্য দিকে, যাঁদের রক্তের গ্রুপ ‘এবি’ বা ‘বি’, তাঁদের রক্ত সঞ্চালন এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ভিন্নতার কারণে গরম সহ্য করার ক্ষমতা বেশি হতে পারে। চিকিৎসকেরা অবশ্য একই সঙ্গে এ-ও বলছেন, এই দাবিগুলি এখনও নিশ্চিত নয় বা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়নি।

আদৌ কি রক্তের গ্রুপের উপর তাপ উৎপন্ন হওয়া নির্ভর করে?

Advertisement

উত্তর দিলেন মধুমেহ চিকিৎসক অভিজ্ঞান মাঝি। তিনি বলছেন, ‘‘সাধারণ ভাবে রক্তের গ্রুপ সরাসরি এই বিষয়ের উপর প্রভাব ফেলে না। কার কতটা গরম লাগবে- না লাগবে, তার সঙ্গে রক্তের গ্রুপের কোনও সম্পর্ক নেই। কিন্তু রক্তের সঙ্গে আমাদের শরীরের বাকি সব প্রক্রিয়া কী ভাবে চলবে, তার সরাসরি যোগ আছে। অতিরিক্ত শীত বা গরমে শিরার সঙ্কোচন-প্রসারণের উপর নির্ভর করে, শরীর বাইরের তাপমাত্রার সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবে।’’ এখনও রক্তের গ্রুপের সঙ্গে শরীরের তাপমাত্রা এবং বাইরের তাপমানের প্রতি তার সংবেদের বিষয়টি নিয়ে গবেষণা চলছে। রক্তের গ্রুপভেদে নানা রকম প্রভাব পড়ে শরীরের উপর। আগামী দিনে গবেষণার মাধ্যমে তা বোঝা যাবে বলে আশা চিকিৎসকের।

যদিও চিকিৎসকদের একাংশ দাবি করছেন, বিশেষ কয়েকটি ব্লাড গ্রুপের মানুষের গরম লাগার প্রবণতা বেশি। তা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণাও চলছে। তবে এখনও এ সংক্রান্ত কোনও প্রমাণ মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement