Warts Problem

৩ টোটকা: ঘরোয়া উপায়ে আঁচিল কমাতে কাজে আসতে পারে

চেষ্টা করেও ত্বকের হাল কেন ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, তার পিছনে থাকতে পারে রোজের কয়েক বদঅভ্যাস। কোন অভ্যাসের কারণে এমন হচ্ছে জানেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২৩ ১৯:০৬
Share:

আঁচিলের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন ওষুধ খান। প্রতীকী ছবি।

র‌্যাশ, ব্রণতে রক্ষা নেই, আঁচিল দোসর। অনেকেরই আঁচিল রয়েছে। বহু চেষ্টা করেও আঁচিলের হাত থেকে রক্ষা পাননি। অগত্যা বাকি জীবনটা আঁচিল নিয়েই কাটাতে হবে, সেটাই মেনে নিয়েছেন। সব ক্ষেত্রে আঁচিল সমান ভাবে বড় হয় না। এক এক জনের ক্ষেত্রে বৃদ্ধির হার ভিন্ন। আঁচিলের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন ওষুধ খান। আঁচিল কমাতে পাশাপাশি ভরসা রাখতে পারেন ঘরোয়া কিছু টোটকায়।

Advertisement

পেঁয়াজের রস

পেঁয়াজের রসে আছে অ্যান্টিসেপ্টিক গুণ, যা বিভিন্ন ব্যাক্টেরিয়া মেরে ফেলে সংক্রমণের ঝুঁকি কমায়। পেঁয়াজের রসে রয়েছে আঁচিল কমানোর ক্ষমতাও। পেঁয়াজের রস তুলো ভিজিয়ে আঁচিলের উপর লাগান। এতে উপকার পেতে পারেন।

Advertisement

রসুন থেঁতো করে আঁচিলের উপর লাগালে উপকার পাবেন। ছবি: সংগৃহীত।

অ্যাপল সিডার ভিনিগার

ভিনিগারে ভেজানো তুলো আঁচিলের উপর রেখে দিন সারা রাত। পর পর পাঁচ দিন করুন। অ্যাপল সিডার ভিনিগারে প্রচুর অ্যাসিড রয়েছে। আঁচিলের সমস্যা কমাতে সাহায্য করে অ্যাপল সিডার ভিনিগার।

রসুন

ত্বকের যত্নে রসুন খুবই উপকারী। রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদান। অ্যালিসিন অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। রসুন থেঁতো করে আঁচিলের উপর লাগালে উপকার পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন