Cardamom Water Benefits

পেটের মেদ কিছুতেই কমছে না? এলাচের গুণেই ওজন ঝরবে চটজলদি, খেতে হবে নিয়ম মেনে

বিরিয়ানি হোক কিংবা পায়েস এলাচ দিলেই রান্নার স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। তবে এই এলাচের গুণেই আপনার ওজন কমতে পারে, সে খবর রাখেন কি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৪:৪৪
Share:

ওজন কমাতে ভরসা রাখতে পারেন এলাচেই। ছবি: সংগৃহীত।

পুজোর আগে বাড়তি ওজন নিয়ে চিন্তায় পড়েছেন? নিয়মিত শরীরচর্চা ও সঠিক ডায়েটের পাশাপাশি কয়েকটি ঘরোয়া টনিকও কিন্তু মেদ ঝরাতে সাহায্য করে। বিরিয়ানি হোক কিংবা পায়েস এলাচ দিলেই রান্নার স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। তবে এই এলাচের গুণেই আপনার ওজন কমতে পারে, সে খবর রাখেন কি?

Advertisement

এলাচ মেলাটোনিনের একটি ভাল উৎস, যা বিপাক হার বাড়ায়, হজমশক্তির উন্নতি ঘটায়। মেদ ঝরানোর প্রক্রিয়াকে তরান্বিত করতেও এই যৌগ সাহায্য করে। এ ছাড়া গ্যাস ও বদহজমের সমস্যা নিয়ন্ত্রণেও এলাচ দারুণ উপকারী। নিয়ম করে এলাচ জল খেলে হজমশক্তি ভাল হয়, ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকে। এই কারণেই মুখশুদ্ধি হিসাবেও এলাচের প্রচলন রয়েছে। শুকনো এলাচ নয়, ছোট এলাচ জলে ফুটিয়ে খেলে ফল মিলবে দ্রুত।

কী ভাবে বানাবেন এলাচ-জল?

Advertisement

দু’গ্লাস জল সাত-আটটি এলাচ দানা দিয়ে মিনিট পঁচেক ফুটিয়ে নিন।। রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই জল ছেঁকে নিয়ে পান করুন নিয়মিত। এলাচগুলিও রান্নায় ব্যবহার করতে পারেন। তাতে অসুবিধা নেই।

এলাচ-জলের আর কী কী স্বাস্থ্যগুণ রয়েছে?

১) এই জল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাঁরা রোজ এই জল খেলে উপকার পেতে পারেন।

২) রক্ত জমাট বাঁধার সমস্যাও কিছুটা কমাতে পারে এলাচ-জল। রক্ত সঞ্চালনের গতিও বাড়িয়ে দেয় ঘরোয়া এই উপাদানটি।

৩) যাঁদের ত্বকে তুলনায় তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যাচ্ছে, তাঁরা এই জল খেতে পারেন। এতে ত্বক টানটান হয়, বলিরেখা কমে।

৪) দাঁতের গোড়ার নানা ধরনের সংক্রমণও কমে এই জল খেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement