toothbrush tips

সাধারণ টুথব্রাশ না কি বৈদ্যুতিক? কোনটি ব্যবহারে দাঁত থাকবে পরিষ্কার? জানালেন চিকিৎসক

সাধারণ টুথব্রাশের মতো বাজারে বিদ্যুৎ চালিত টুথব্রাশও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। কিন্তু সাধারণ ব্রাশের তুলনায় এই ধরনের ব্রাশের দাম অনেকটাই বেশি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৬:১৩
Share:

সাধারণ টুথব্রাশের (বাঁ দিকে) পাশাপাশি এখন বৈদ্যুতিক টুথব্রাশ (ডান দিকে) জনপ্রিয়। ছবি: ফ্রিপিক।

দন্ত্যচিকিৎসকেদের পরামর্শ, দিনে অন্তত দু’বার দাঁত মাজতে হবে। সকালে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে সাধারাণত আমরা দাঁত মেজে থাকি। বাজারে এখন সাধারণ টুথব্রাশের পাশাপাশি বিদ্যুৎ চালিত টুথব্রাশও জনপ্রিয়। কোনটির উপকার বেশি?

Advertisement

ব্রাশ যখন বৈদ্যুতিক

সাধারণত এই ধরনের টুথব্রাশে একটি মোটর থাকে। যার ফলে ব্রাশের মাথাটি ভাইব্রেট করে বা ঘুরতে থাকে। ফলে সাধারণ ব্রাশের মতো নিজেকে ব্রাশ করতে হয় না। দাঁতের গায়ে ব্রাশটি ধরে থাকলেই কাজ হয়। দাঁতার মাজার জন্য বিভিন্ন সময়ও নির্ধারণ করা যায়। তার পর ব্রাশটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। পাশাপাশি, এই ধরনের ব্রাশে দাঁতের উপর ব্রাশের চাপও নিয়ন্ত্রণ করার পদ্ধতি থাকে।

Advertisement

বিদ্যুৎ চালিত ব্রাশ ব্যয়বহুল

সাধারণ মানের একটি ব্রাশের তুলনায় বিদ্যুৎ চালিত ব্রাশের দাম প্রায় ১০ গুণ বেশি হতে পারে। সাধারণ ব্রাশের মতো এই ব্রাশ সর্বত্র পাওয়া যায় না। সাধারণ ব্রাশ দু থেকে তিন মাসের মধ্যেই ব্যবহারের দরুন খারাপ হতে শুরু করে। ইলেক্ট্রিক ব্রাশের ক্ষেত্রে সে রকম ঘটে না। এদের ব্রিসলের গুণমানও সাধারণ ব্রাশের থেকে ভাল হয়। বেশির ভাগ কোম্পানির ক্ষেত্রেই একটি বা দু'টি অতিরিক্ত ব্রাশ হেড দেওয়া হয়। ফলে এই ব্রাশ কিনলে প্রায় এক বছর পর্যন্ত চলতে পারে। এই ধরনের ব্রাশকে নিয়মিত চার্জ (ব্যটারি বা ইউএসবি সি) দিতে হয়।

কোনটি ব্যবহার করা উচিত

বিদ্যুৎ চালিত ব্রাশের নিয়ন্ত্রিত চাপ দাঁতের উপর থেকে নোংরা পরিষ্কার কর্তে সাহায্য করে। অন্য দিকে হাত দিয়ে দাঁত মাজার ক্ষেত্রে অনেকেই চাপ দিয়ে দাঁত মাজেন। সে ক্ষেত্রে দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে। চিকিৎসকেরা জানিয়েছেন, দুই ধরনের ব্রাশেই দাঁত পরিস্কার হয়। দুই ধরনের ব্রাশ ব্যবহার করে তার পর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement