Adnan Sami Weight Loss

৯ বছর পর রহস্যভেদ! কী ভাবে মাত্র ৬ মাসে ১২০ কেজি ওজন কমিয়েছিলেন আদনান সামি?

এক সময়ে আদনানের ওজন ছিল ২৩০ কেজি। সে ভাবেই ভক্তরা তাঁকে দেখতে অভ্যস্ত ছিলেন। তার পর হঠাৎ ১২০ কেজি ওজন কমিয়ে ফেলেন তিনি। জনগণ চমকে উঠেছিল তাঁর অন্য অবতার দেখে। প্রশ্ন উঠেছিল, কী ভাবে মাত্র ৬ মাসে সম্ভব করলেন আদনান?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৫:৫০
Share:

মাত্র ৬ মাসে ১২০ কেজি ওজন কমিয়ে ফেলেন আদনান। ছবি: সংগৃহীত।

৬ মাসে ১২০ কেজি! এত কম সময়ে এত ওজন কমানো কি আদৌ সম্ভব? সঙ্গীতশিল্পী আদনান সামিকে এক ভাবে দেখতে অভ্যস্ত জনগণ চমকে উঠেছিল তাঁর অন্য অবতার দেখে। এক কথায়, চেনা দায়! অনুরাগীদের ধারণা হয়, তিনি ব্যারিয়াট্রিক অস্ত্রোপচার করেছিলেন অথবা লাইপোসাকশনের মাধ্যমে শরীরের চর্বি বার করিয়েছিলেন। সে ঘটনা ২০১৬ সালের। ৯ বছর পরে নিজের ওজন কমানোর নেপথ্য কৌশল নিয়ে মুখ খুললেন গায়ক। ইতি টানলেন জল্পনা-কল্পনায়।

Advertisement

ব্যারিয়াট্রিক অস্ত্রোপচার বা লাইপোসাকশন নয়, কেবল জীবনযাপন বদলে ফেলেই ওজন কমাতে সক্ষম হন গায়ক। ছবি: সংগৃহীত।

এক সময়ে আদনানের ওজন ছিল ২৩০ কেজি। সে ভাবেই ভক্তরা তাঁকে দেখতে অভ্যস্ত ছিলেন। তার পর হঠাৎ ১২০ কেজি ওজন কমিয়ে ফেলেন তিনি। কিন্তু নিজেকে সমাজের চোখে সুন্দর করার জন্য এই সিদ্ধান্ত নেননি আদনান। জীবন-মৃত্যুর প্রশ্নের সম্মুখীন হওয়ার পরই অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে হয় তাঁকে। আদনান জানান, সে সময়ে তাঁর বাবা অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসার জন্য বাবাকে নিয়ে লন্ডনের এক হাসপাতালে যান সামি। সেখানে আদনানকে দেখে চিকিৎসক জানিয়ে দেন, তিনি যদি নিজের জীবনযাপন না বদলান, তা হলে হয়তো ৬ মাসও আর বাঁচবেন না। তার পর অসুস্থ বাবার অনুরোধ শুনে এই সিদ্ধান্ত নেন সঙ্গীতশিল্পী।

ব্যারিয়াট্রিক অস্ত্রোপচার বা লাইপোসাকশন নয়, কেবল জীবনযাপন বদলে ফেলেই ওজন কমাতে সক্ষম হন গায়ক। টেক্সাসের হিউস্টন শহরের এক পুষ্টিবিদের পরামর্শ মেনে খাওয়াদাওয়া শুরু করেন আদনান। উচ্চ-প্রোটিনযুক্ত ডায়েট মেনেই ১২০ কেজি ঝরাতে পারেন তিনি। জীবনযাপন যদি সঠিক পথে নিয়ে যাওয়া যায়, তা হলে যে প্রায় কোনও কিছুই অসম্ভব নয়, তা প্রমাণ করে দিয়েছেন আদনান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement