ideal rep range

বাইসেপ থেকে ট্রাইসেপ অথবা সিক্স প্যাক, পেশির ঘনত্ব বৃদ্ধির জন্য একই ব্যায়াম

জিমে ব্যায়ামের ক্ষেত্রে একটি ব্যায়ামের ভঙ্গি একাধিক বার করতে হয়। কিন্তু প্রতি সেটে কত বার ব্যায়ামটি করলে পেশির ঘনত্ব সবচেয়ে বেশি হওয়া সম্ভব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৯:১৪
Share:

পেশির ঘনত্ব বাড়বে কী ভাবে? ছবি: সংগৃহীত।

জিমে শরীরচর্চার ক্ষেত্রে প্রায়শই ‘রেপ রেঞ্জ’ শব্দবন্ধ চর্চায় চলে আসে। অর্থাৎ একটি ব্যায়ামের একটি সেট কত বার পুনরবৃত্ত করা যায়। সাধারণত কোনও ব্যায়াম তিনটি সেটে করা হয়। এ বার যদি রেপ রেঞ্জ ১০ ঠিক করা হয়, তা হলে (১০X৩) তিনি মোট ৩০ বার একই ভঙ্গিতে ব্যায়ামটি করবেন।

Advertisement

পেশির সর্বোচ্চ বৃদ্ধির জন্য আদর্শ রেপ রেঞ্জ কত হওয়া উচিত। এই নিয়ে প্রশিক্ষকদের মধ্যে নানা মতামত রয়েছে। কেউ বলেন, ৮ থেকে ১২। আবার কেউ বলেন ১৫ থেকে ২০। কিন্তু রেপ রেঞ্জ কত হওয়া প্রয়োজন, তা নির্ভর করে ব্যক্তির বয়স, শারীরিক কাঠামো এবং অবশ্যই ব্যায়ামের ধরন ও ওজনের উপর।

ফিটনেস প্রশিক্ষকদের একাংশে মতে, ব্যায়ামটি কত বার করা হচ্ছে তার উপর পেশির ঘনত্ব বৃদ্ধি সব সময়ে নির্ভর করে না। কারণ ধরা যাক, এক জন ডাম্বেল নিয়ে ১০টি রেপ রেঞ্জ সম্পূর্ণ করছেন এবং অন্য জন ২০টি। সঠিক ভঙ্গি এবং ছন্দে ব্যায়ামটি করা হলে উভয় ক্ষেত্রেই পেশির ঘনত্ব বৃদ্ধি পাবে। পেশি শক্ত হয়ে উঠবে। আবার কেউ ১টি রেপ রে়ঞ্জ সম্পূর্ণ করলে তাঁর পেশির ঘনত্ব যে বৃদ্ধি পেতে পারে না, তা এক প্রকার নিশ্চিত। তাই রেপ রেঞ্জ-এর সংখ্যার উপর পেশির ঘনত্ব সব সময় নির্ভর করে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement