Black Chickpea Health Benefits

সকাল শুরু হয় চিয়া বা তিসি বীজ দিয়ে? পুরনো দিনের মতো ছোলা ভেজানো খেলে কী হবে?

সকালে উঠে ছোলা ভেজানো খেলে কী উপকার হবে? কেন এক সময় ভেজানো ছোলা খাওয়ার চল ছিল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১২
Share:

ভেজানো ছোলা খেলে কী লাভ হয়? ছবি: সংগৃহীত।

সকালে উঠে স্বাস্থ্যসচেতন মানুষজনের মধ্যে কেউ খান চিয়া ভিজানো, কেউ আবার লেবু-মধুর জল। কেউ আবার আস্থা রাখেন তিসি বীজে।

Advertisement

অথচ এক সময় ঘুম থেকে উঠে ভেজানো ছোলা খাওয়ার চল ছিল। বিশেষত বেড়ে ওঠার বয়সে বাবা-মায়েরা সন্তানদের এমন খাওয়ার খাওয়াতেন। সাঁতার কাটা বা শরীরচর্চার সঙ্গে যুক্ত থাকলে এই খাবার ছিল অপরিহার্য।

ছোলা ভেজানো খেলে কী উপকার মিলবে?

Advertisement

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়: জ়িঙ্ক এবং আয়রন মেলে ভেজানো ছোলায়। মেলে অ্যান্টি-অক্সিড্যান্ট। প্রোটিনে ভরপুর ছোলা রোগ প্রতিরোধেও সাহায্য করে।

শক্তিবৃদ্ধি করে: প্রোটিন, ম্যাগনেশিয়াম, জ়িঙ্ক, বি ভিটামিন সমৃদ্ধ ছোলা প্রয়োজনীয় শক্তি জোগাতে সাহায্য করে।

শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে: এতে থাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। ফলে ছোলা খেলে দ্রুত রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় না। ভেজানো ছোলায় গ্লাইসেমিক ইনডেক্সের মাত্রা কম । ফলে ডায়াবিটিস রোগীদের জন্য ছোলা উপযুক্ত।

অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে: সারা রাত ভেজানো হয় বলে শরীরে পুষ্টির শোষণ বেশি ভাল হয়। ভাল ব্যাক্টেরিয়া শরীরে প্রবেশ করতে পারে।

হৃদরোগের জন্য উপকারী: প্রচুর পরিমাণে ফাইবার এবং কম ফ্যাট থাকে বলে ভেজানো ছোলা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।

ওজন কমাতে সহায়ক: প্রোটিন এবং ফাইবার— দুই-ই রয়েছে এতে। ফ্যাট নেই বললেই চলে। ফলে ওজন কমাতে হলে খাবারের তালিকায় ভেজানো ছোলা যোগ করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement