—ফাইল চিত্র।
বানাসুর নামক এক অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাগণ দেবী মহাকালীর শরণাপন্ন হন বানাসুর বধের অনুরোধ নিয়ে। দেবতাগণের অনুরোধে দেবী কুমারী রূপে বানাসুর বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। দেবী দুর্গার পুজোয় এক বছর থেকে ষোলো বছর বয়সি কুমারীকে দেবী জ্ঞানে পুজো করার রীতি কুমারীপুজো নামে পরিচিত।
অষ্টমী অথবা নবমী তিথিতে কুমারীপুজো করার রীতি রয়েছে। নিজ নিজ আচার এবং ভিন্ন পঞ্জিকা অনুসারে বিভিন্ন স্থানে বিভিন্ন নিয়ম মেনে অষ্টমী অথবা নবমী তিথিতে কুমারীপুজো হয়। কুমারীপুজোর কোনও নির্দিষ্ট শুভ সময় হয় না। এটি দুর্গাপুজোর বিভিন্ন আচারগুলির মধ্যে একটি। অষ্টমী বা নবমীর পুজোর তিথির মধ্যে এই পুজো করতে হয়। মা দুর্গার অষ্টমী বা নবমী বিহিত পুজো শুরু করে দেওয়ার পর কুমারীপুজো করার নিয়ম বর্তমান।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে -
অষ্টমী তিথি আরম্ভ–
২৯ সেপ্টেম্বর, ১২ আশ্বিন, সোমবার।
সময়– বিকেল ৪টে ৩৩ মিনিট।
অষ্টমী তিথি শেষ–
৩০ সেপ্টেম্বর, ১৩ আশ্বিন, মঙ্গলবার।
সময়– সন্ধ্যা ৬টা ৭ মিনিট।
পুজোর শুভ সময়- সকাল ৯টা ২৮ মিনিটের মধ্যে, কিন্তু বারবেলানুরোধে ৭টা ৩ মিনিটের মধ্যে। পুনরায় ৮টা ২৯ মিনিট গতে ৯ টা ২০ মিনিটের মধ্যে।
শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পুজো, মহাষ্টম্যাদি কল্পারম্ভ।
সন্ধিপুজো-
বিকেল ৫টা ৪৩ মিনিট গতে সন্ধিপুজো আরম্ভ। সন্ধ্যা ৬টা ৭ মিনিট গতে বলিদান। সন্ধ্যা ৬টা ৩১ মিনিটের মধ্যে সন্ধিপুজো সমাপন।
নবমী তিথি আরম্ভ-
৩০ সেপ্টেম্বর, ১৩ আশ্বিন, মঙ্গলবার।
সময়– রাত ৬টা ৮ মিনিট।
নবমী তিথি শেষ–
১ অক্টোবর, ১৪ আশ্বিন, বুধবার।
সময়– রাত ৭টা ২ মিনিট।
পুজোর শুভ সময়- সকাল ৯টা ২৮ মিনিটের মধ্যে, কিন্তু বারবেলানুরোধে সকাল ৮টা ২৯ মিনিটের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর নবমী বিহিত পুজো প্রশস্তা।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–
অষ্টমী তিথি আরম্ভ –
২৯ সেপ্টেম্বর, ১২ আশ্বিন, সোমবার।
সময়– দুপুর ১২টা ২৬ মিনিট ৩০ সেকেন্ড।
অষ্টমী তিথি শেষ–
৩০ সেপ্টেম্বর, ১৩ আশ্বিন, মঙ্গলবার।
সময়– দুপুর ১টা ৪৪ মিনিট ১৫ সেকেন্ড।
পুজোর শুভ সময়- পূর্বাহ্ণ ৯টা ২৭ মিনিট ৪২ সেকেন্ডে মধ্যে, কিন্তু বারবেলানুরোধে ৬টা ৫৯ মিনিট ৮ সেকেন্ডের মধ্যে। পুনরায় ৮টা ২৮ মিনিট ১৭ সেকেন্ড গতে ৯টা ২৭ মিনিটের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ এবং মহাষ্টমী বিহিত পুজো।
সন্ধিপুজো-
দুপুর ১টা ২০ মিনিট ১৫ সেকেন্ড গতে সন্ধিপুজো আরম্ভ। দুপুর ২টো ৮ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে সন্ধিপুজো সমাপন।
নবমী তিথি আরম্ভ-
৩০ সেপ্টেম্বর, ১৩ আশ্বিন, মঙ্গলবার।
সময়– দুপুর ১টা ৪৪ মিনিট ১৬ সেকেন্ড।
নবমী তিথি শেষ–
১ অক্টোবর, ১৪ আশ্বিন, বুধবার।
সময়– দুপুর ২টো ৩৫ মিনিট ৫ সেকেন্ড।
পুজোর শুভ সময়- পূর্বাহ্ণ ৯টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে মধ্যে, কিন্তু কালবেলানুরোধে ৮টা ২৮ মিনিট ১৮ সেকেন্ডের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর নবমীর কল্পারম্ভ ও মহানবমী বিহিত পুজো প্রশস্তা।