Durga Puja 2025 Lucky Zodiac Signs

মা দুর্গার প্রিয়! ষষ্ঠী থেকে দশমী মণ্ডপ কাঁপাবেন, দেবীর কৃপায় সব ক্ষেত্রে উন্নতির মুখ দেখবেন ভাগ্যবান পাঁচ রাশি

শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের পাঁচ রাশি রয়েছে যারা মা দুর্গার খুবই প্রিয়। ফলত দুর্গাপুজো যে তাদের ভালই কাটবে সেটা আন্দাজ করাই যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫০
Share:

—প্রতীকী ছবি।

দুর্গাপুজো মানেই আনন্দ, খাওয়াদাওয়া, পরিবার ও বন্ধুদের সঙ্গে মজা করা। কিন্তু তারই মাঝে আবার কোনও অঘটন ঘটবে না তো, সেই চিন্তা কমবেশি সকলের মাথাতেই ঘুরে বেড়ায়। কার কোন সময় ভাল কাটবে সেটা অনেকটাই নির্ভর করে আমাদের রাশির উপর। নির্দিষ্ট কিছু সময় কারও খুব ভাল যায় তো কারও খারাপ। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের পাঁচ রাশি রয়েছে যারা মা দুর্গার খুবই প্রিয়। ফলত দুর্গাপুজো যে তাদের ভালই কাটবে সেটা আন্দাজ করাই যায়। এই বছরের দুর্গাপুজোয় সেই পাঁচ রাশির ব্যক্তিরা নানা দিক থেকে সুখবর পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তালিকায় কারা রয়েছেন জেনে নিন।

Advertisement

কোন পাঁচ রাশি মা দুর্গার প্রিয়?

বৃষ: দেবী দুর্গার আশীর্বাদ বৃষ রাশির জাতক-জাতিকাদের সঙ্গে সর্বদা থাকে। সেই কারণে যে কোনও প্রতিকূল পরিস্থিতি এঁরা অতি সহজে অতিক্রম করে ফেলে। এই বছরের পুজোয় বৃষ রাশির মানুষদের জীবনে টুকটাক ঝামেলা এলেও সেগুলিকে অতিক্রম করতে তাঁদের সাহায্য করবেন স্বয়ং মা দুর্গা। নানা প্রতিকূলতা টপকে এঁরা জয়ের মুখ দেখতে পাবেন।

Advertisement

কর্কট: কর্কট রাশির ব্যক্তিরাও মা দুর্গার আশীর্বাদের আলোয় আলোকিত থাকেন বছরভর। ষষ্ঠী থেকে এঁদের জীবনে কিছু পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে, যা এঁদের জীবনে চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। পুজোর সময় এই রাশির মানুষেরা যে কাজ করতে যাবেন, তাতেই সফলতা লাভ করবেন। দুশ্চিন্তার কোনও কারণ নেই।

সিংহ: মা দুর্গার অন্যতম প্রিয় রাশি হল সিংহ। পুজোর পাঁচ দিন এঁদের সাহস আরও বৃদ্ধি পাবে। সহজেই যে কোনও কঠিন সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন এবং বদলে লাভের মুখ দেখবেন। বহু দিন ধরে চলে আসা কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন। পেশাক্ষেত্রেও সকলে আপনার জয়গান গাইবে। এই বছরের পুজো সিংহ রাশির ব্যক্তিদের কাছে স্মরণীয় হয়ে থেকে যেতে পারে।

কন্যা: পুজোর পাঁচ দিনের মধ্যে কন্যা রাশির ব্যক্তিরা কোনও ভাল খবর পেতে পারেন বলে মনে করা হচ্ছে। দেবীর কৃপায় কষ্ট ঘুচে গিয়ে শুরু হবে সুখের সময়। সব বাধা কেটে যাবে। খুব ভাল সময় কাটবে কন্যা রাশির মানুষদের। পরিবার-বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ করে পুজো কাটানোর সুযোগ পাবেন এই রাশির মানুষেরা।

ধনু: দেবীর কৃপায় ষষ্ঠীর দিন থেকে ধনু রাশির ভাগ্য ফিরবে। কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন, সব ক্ষেত্রেই সুখের মুখ দেখতে পাবেন। অর্থচিন্তাও দূর হবে। বহু দিন ধরে চলে আসা কোনও ঝামেলার অবসান ঘটবে। সব দিক থেকেই খুশির সময় চলবে। দুঃখ-কষ্ট কাছে ঘেঁষতে পারবে না। স্বয়ং মা দুর্গা ধনু রাশির ব্যক্তিদের রক্ষা করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement