Love Horoscope

স্বাধীনতার মাসে প্রেমের বাঁধনে ‘পরাধীন’ হবেন কারা? বৈবাহিক জীবনে কাদের নানা ঝামেলার সম্মুখীন হতে হবে?

অগস্টে গ্রহের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে বারোটি রাশির জীবনেই নানা পরিবর্তন আসবে। প্রেম-ভালবাসার দিক দিয়ে কারা শুভ ফল পাবেন? কাদের দাম্পত্য ঝামেলার সম্মুখীন হতে হবে?

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ০৭:৫২
Share:

—প্রতীকী ছবি।

সব সম্পর্কেই ঝামেলা, মনোমালিন্য হয়। কখনও কখনও সেই সমস্যা এত বড় আকার ধারণ করে যে সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়ে। এর নেপথ্যে থাকতে পারে নানা গ্রহের কারসাজি। অগস্টে গ্রহের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে বারোটি রাশির জীবনেই নানা পরিবর্তন আসবে। প্রেম-ভালবাসার দিক দিয়ে কারা শুভ ফল পাবেন? কাদের দাম্পত্য সমস্যার সম্মুখীন হতে হবে?

Advertisement

মেষ রাশি: মেষ রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক রয়েছে। এর প্রভাবে দাম্পত্যসুখের ক্ষেত্রে সুফল লাভ করবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

বৃষ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির অবস্থান এবং দৃষ্টি সম্পর্ক অনুযায়ী বৈবাহিক জীবনে বৃষ রাশির পূর্ণ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে উত্তেজনা, রাগ, হঠকারিতা বর্জনীয়। নয়তো মুশকিলে পড়তে পারেন।

Advertisement

মিথুন রাশি: অগস্টে মিথুন রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে খুবই ভাল ফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তি ঘটবে।

কর্কট রাশি: কর্কটের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে রবির দৃষ্টি সম্পর্ক থাকায় মাসের প্রথম ভাগে দাম্পত্যসুখের ক্ষেত্রে পূর্ণ সুফল প্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হতে হবে। পরবর্তী ভাগে তুলনামূলক শুভ ফল পাবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে।

সিংহ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে রাহুর অবস্থান হলেও, শনির বক্রগতি এবং বৃহস্পতির সঙ্গে সম্পর্কের কারণে শুভ ফলপ্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও মাসটা আনন্দে কাটবে।

কন্যা রাশি: কন্যা রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে শনির অবস্থান এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্ক দাম্পত্যসুখ প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ শুভ।

তুলা রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র-অধিপতির দৃষ্টি সম্পর্ক থাকার কারণে তুলা রাশির ব্যক্তিরা অগস্টে সুখী দাম্পত্য জীবন কাটাবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল লাভ করবেন।

বৃশ্চিক রাশি: অগস্টে বৃশ্চিক রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক হলেও, ক্ষেত্র-অধিপতির কারণে শুভ ফল প্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

ধনু রাশি: ধনুর দাম্পত্যসুখের ক্ষেত্রে দুই গুরুর অবস্থানের কারণে দাম্পত্য ক্ষেত্রে খুবই শুভ ফল লাভ করবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ।

মকর রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে রবির অবস্থান মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্তিতে বাধা দান করবে, পরবর্তী ভাগ তুলনামূলক শুভ। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

কুম্ভ রাশি: অগস্টে কুম্ভের দাম্পত্যসুখের ক্ষেত্রে কেতুর অবস্থান সুখ প্রাপ্তিতে বাধা দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

মীন রাশি: মীনের দাম্পত্যসুখের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান এবং শনির সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। দাম্পত্যসুখের ক্ষেত্রে সুফলতা প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ তুলনামূলক শুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement