Vastu Tips

বাড়িতে থাকা পাঁচটি গাছ কেটে ফেলা থেকে সাবধান! শিব থেকে শনি, রুষ্ট হবেন দু’জনেই, ঘনাবে অমঙ্গলের ছায়া

আজকাল মানুষেরা শৌখিন গাছ দিয়ে ঘর সাজালেও, বাড়ির দালানে থাকা বিশালাকার বৃক্ষজাতীয় গাছগুলিকে কেটে ফেলেন। এর নেপথ্যে নানা কারণ থাকতে পারে। অনেক সময় সেই গাছগুলিকে রাখা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু মন চাইলেই কোনও গাছ কেটে ফেলা যায় না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৩:৪১
Share:

ছবি: ( এআই সহায়তায় প্রণীত)।

গাছ যেমন আমাদের পরিবেশ সুস্থ রাখতে সাহায্য করে, তেমনই আশপাশের সৌন্দর্য বৃদ্ধিও ঘটায়। সবুজ পাতায় ঢাকা গাছের দিকে চোখ পড়লে মন এমনিই শান্ত হয়ে যায়। তার পর সেই গাছে যদি ফুল ধরে থাকে তা হলে তো কথাই নেই। কথায় বলে, গাছ মানুষের প্রকৃত বন্ধু। এতে ভুল কিছু নেই। গাছ সত্যিই আমাদের নানা ভাবে সাহায্য করে থাকে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে আসবাব, আমাদের প্রয়োজনীয় নানা সামগ্রীই আমরা গাছ থেকে পেয়ে থাকি। যদিও বদলে তাকে ফিরিয়ে কিছুই দিই না। আজকাল মানুষেরা শৌখিন গাছ দিয়ে ঘর সাজালেও, বাড়ির দালানে থাকা বিশালাকার বৃক্ষজাতীয় গাছগুলিকে কেটে ফেলেন। এর নেপথ্যে নানা কারণ থাকতে পারে। অনেক সময় সেই গাছগুলিকে রাখা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু মন চাইলেই কোনও গাছ কেটে ফেলা যায় না। এতে বাস্তুর অকল্যাণ হয়।

Advertisement

বাড়িতে থাকা কোন গাছগুলি কাটা বারণ?

বেল: পুজোর কাজে বেলপাতার ভূমিকা যে ঠিক কতটা তা প্রায় আমরা সকলেই জানি। যজ্ঞ করতেও প্রয়োজন পড়ে বেলকাঠের। বেলপাতা ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ। তাই এই গাছকে মন চাইলেই কেটে ফেলা যাবে না। এতে মহাদেব রুষ্ট হন বলে মনে করা হয়। বাড়ির সদস্যদের কপালে নেমে আসে চরম দুর্দশা।

Advertisement

নিম: বাড়িতে থাকা নিমগাছকে স্বয়ং নারায়ণের রূপ মনে করা হয়। এই গাছ কেটে ফেললে বাড়ির উপর অশুভ প্রভাব পড়ে। বিশেষ করে গৃহস্বামী ও সন্তানের উপর মারাত্মক খারাপ প্রভাব পড়তে দেখা যায়।

নারকেল: বাড়ির উঠোনে থাকা নারকেল গাছও মন চাইলেই কেটে ফেলা যায় না। এতে বাস্তুর ঘোর অমঙ্গল হয়। এই গাছ কাটলে বাড়ি থেকে রোগ বিদায় নিতে চায় না বলে মনে করা হয়।

অশ্বত্থ: অনেক সময়ই বাড়ির আনাচকানাচে ছোট্ট অশ্বত্থ গাছ গজিয়ে উঠতে দেখা যায়। বাড়ির কাঠামো ক্ষতিগ্রস্ত হবে এই ভয়ে গাছটিকে সাধারণত উপড়ে ফেলে দেওয়া হয়। কিন্তু এতে যে কী মারাত্মক ক্ষতি হয় তা আমরা জানি না। এটি করলে শনিদেব রুষ্ট হন। তাই সেটিকে যদি বাড়ি থেকে তোলেনও, তাকে ফেলে না দিয়ে অন্যত্র কোথাও পোঁতার ব্যবস্থা করা আবশ্যিক।

বট: বহু মানুষই মনে করেন যে বাড়িতে বটগাছ থাকা ভাল নয়। তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। শাস্ত্রমতে বিশ্বাস করা হয় যে বটগাছে ঈশ্বর বাস করেন। তাই বাড়িতে থাকা বটগাছ ইচ্ছা জাগলেই কেটে ফেলা যাবে না। এতে বাস্তুর হাল বেহাল হবে। দুর্ভাগ্য গ্রাস করবে।

কোনও গাছ কাটার হলে কী করতে হবে?

অনেক সময়ই এমন হয় যে চেয়েও আমরা কোনও গাছ বাড়িতে রাখতে পারি না। সেটিকে কেটে ফেলা আবশ্যিক হয়ে ওঠে। সে ক্ষেত্রে অন্য কোথাও সেই গাছের চারা কিনে ফের বসাতে হবে। সেটির খেয়াল রাখতে হবে। এ ছাড়া বাড়ি থেকে সেই গাছগুলি কাটার আগে তার পুজো দিতে হবে। বিশেষ তিথিতে এই সব গাছে গঙ্গাজল ঢেলে ধূপ-ধুনো সহকারে পুজো করলে অনেকটা দোষমুক্ত হওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement