Tips To Please Lord Hanuman

আর্থিক লেনদেনে সমস্যা, শুরু করা যাবে না কোনও নতুন প্রকল্প! মঙ্গলবার পাঁচ কাজ করলে রুষ্ট হন পবন-পুত্র

মঙ্গলবার বিশেষ কিছু উপায় মানলে যেমন হনুমানজির কৃপা লাভ হয়, তেমনই বেশ কিছু কাজ রয়েছে যা এই দিন করলে বজরংবলি রুষ্ট হন। জীবনে দুঃখের অন্ত থাকে না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১০:৫২
Share:

—প্রতীকী ছবি।

মঙ্গলবার বজরংবলীর বার। এ কথা আমরা প্রায় সকলেই জানি। মঙ্গলবার দিনটি উপবাস রেখে, নিষ্ঠাভরে হনুমানজির পুজো করতে পারলে খুব ভাল ফল পাওয়া যায়। উপবাস রাখা সম্ভব না হলে নিরামিষ খাবার গ্রহণ করলেও চলে। ব্যস্ত জীবনে অনেকের ক্ষেত্রে পুজো দেওয়া সম্ভব হয়ে ওঠে না। সে ক্ষেত্রে যে কোনও হনুমান মন্দিরে কমলা রঙের পতাকা, মেটে সিঁদুর ও কমলা রঙের মিষ্টি বা লাড্ডু অর্পণ করতে পারলেও হনুমানজির কৃপা লাভ করা যায়। এরই সঙ্গে সন্ধ্যাবেলা হনুমানজির সামনে প্রদীপ জ্বালালে জীবনের সকল শঙ্কা কেটে যায়। সফলতা অর্জনে সুবিধা হয়।

Advertisement

বজরংবলি আমাদের মনে সাহসের জোগান দেন। হনুমানজি হলেন শক্তি ও সাহসের প্রতীক। তাঁর কৃপা লাভ হলে সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। সেই কারণে হনুমানজিকে সঙ্কোটমোচনও বলা হয়। মঙ্গলবার বিশেষ কিছু উপায় মানলে যেমন হনুমানজির কৃপা লাভ হয়, তেমনই বেশ কিছু কাজ রয়েছে যা এই দিন করলে বজরংবলি রুষ্ট হন। জীবনে দুঃখের অন্ত থাকে না। কোন কাজগুলি এই দিন ভুলেও করা যাবে না দেখে নিন।

মঙ্গলবার কোন কাজগুলি করা যাবে না?

Advertisement

১. এই দিন কারও থেকে টাকা ধার নেওয়া যাবে। কাউকে টাকা ধার দিতেও যাবেন না। আর্থিক লেনদেন সংক্রান্ত যে কোনও কাজ এই দিন বন্ধ রাখতে হবে। শাস্ত্রমতে, মঙ্গলবার ঋণ নিলে সেই বোঝা সারা জীবন বইতে হয়।

২. মঙ্গলবার কালো পোশাক, লোহার জিনিস, প্রসাধনী, জমি ও যে কোনও প্রকার সম্পত্তি কেনা উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র। এর ফলে জীবনে নেগেটিভ প্রভাব পড়ে। সফলতার পথে আমাদের প্রতি পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। তবে মঙ্গলবার লাল ও কমলা রঙের পোশাক কিনতে পারেন।

৩. এই দিন কোনও প্রকার ক্ষৌরকর্ম, অর্থাৎ চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা উচিত নয়। এর ফলে হনুমানজি কুপিত হন। জীবনে কষ্টের অন্ত থাকে না।

৪. বজরংবলির দিন হলেও, মঙ্গলবার কোনও নতুন প্রকল্প শুরু করার জন্য শুভ নয় বলে জানাচ্ছে শাস্ত্র। এই দিন কোথাও টাকা বিনিয়োগ করাও উচিত কাজ হবে না। এর ফলে আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে।

৫. মঙ্গলবার দিন কাউকে কোনও কাচের জিনিস উপহার দেবেন না। এর ফলে খরচ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হয়। জীবনে অহেতুক ঝামেলার পরিমাণও বৃদ্ধি পাবে। বদলে লাল রঙের কোনও জিনিস উপহার দিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement