ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
মন্ত্রপাঠের গুণাগুণ সম্বন্ধে আমরা অনেকেই জানি। আমাদের নানা সমস্যা থেকে মুক্তি দিতে সক্ষম মন্ত্রপাঠ। নিয়মিত নিষ্ঠাভরে মন্ত্র উচ্চারণ করলে জীবন অনেক সহজ হয়ে ওঠে। মন শান্ত হয়। এরই সঙ্গে জীবনের বিভিন্ন জটিলতা থেকেও মুক্তি মেলে। টাকা সংক্রান্ত সমস্যায় অনেকেই ভোগেন। অনেক মানুষই যে পরিমাণে পরিশ্রম করেন, সেই তুলনায় আয় তেমন ভাল হয় না। এর ফলে কাজের প্রতি মনোযোগের বিঘ্ন ঘটে। পরিশ্রম করার ইচ্ছাও লোপ পায়। তবে মন্ত্রপাঠ জীবন থেকে এই সমস্যা দূর করতেও সক্ষম।
শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা বীজমন্ত্র আমাদের অনেকেরই জানা রয়েছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা সহজ বিষয় নয়। এটি পাঠের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মানতে হয়। তবে আমাদের চেনা পরিধির বাইরে শিবের আরও নানা মন্ত্র রয়েছে। তার মধ্যে একটি বিশেষ মন্ত্র রয়েছে যা পাঠে আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে। নতুন আয়ের উৎসের সন্ধান পাওয়া যায়। জীবনে সফলতা লাভের পথও প্রশস্ত হয়। মন্ত্রটি কী জেনে নিন।
মন্ত্র:
ওম গতং পাপং গতং দুঃখং গতং দারিদ্র্যমেব চ।
আগতা সুখসম্পত্তিঃ পুণ্যাচ্চ তব দর্শনাৎ।।
মন্ত্রপাঠের নিয়ম:
শিবের এই মন্ত্র পাঠের জন্য বিশেষ কিছু নিয়ম মানার দরকার নেই। প্রতি দিন স্নানের পর শিবের মাথায় জল ঢেলে ও ধূপ জ্বালিয়ে আট বার এই মন্ত্র পাঠ করলেই খুব ভাল ফল পাবেন। অবশ্যই শুদ্ধ পোশাক পরে এই মন্ত্র পাঠ করতে হবে। নিয়মিত এই মন্ত্রোচ্চারণ করে দেখুন। খুব ভাল ফল পাবেন।
উপকারিতা: