রাশি অনুযায়ী ২০২০ সালের শনির গোচর ফল (প্রথম পর্ব)

আগামী ২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার ন্যায়কারী গ্রহ শনির গোচর ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং আগামী ১১ মে থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে শনি মকর রাশিতে বক্রী অবস্থায় গোচর হতে চলেছে। আবার বছরের শেষে, ডিসেম্বর মাসে শনি অস্তমিত হবে, যার প্রভাব সব রাশিতে কমবেশি পড়বে। মেষ, সিংহ, বৃশ্চিক ও মীন রাশির গোচরে শুভ ফল। অন্যান্য রাশির গোচর শুদ্ধি না থাকায় সাধারণত অশুভ ফল।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০০:০৫
Share:

আগামী ২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার ন্যায়কারী গ্রহ শনির গোচর ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং আগামী ১১ মে থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে শনি মকর রাশিতে বক্রী অবস্থায় গোচর হতে চলেছে। আবার বছরের শেষে, ডিসেম্বর মাসে শনি অস্তমিত হবে, যার প্রভাব সব রাশিতে কমবেশি পড়বে। মেষ, সিংহ, বৃশ্চিক ও মীন রাশির গোচরে শুভ ফল। অন্যান্য রাশির গোচর শুদ্ধি না থাকায় সাধারণত অশুভ ফল।

Advertisement

শনির সঞ্চার: ২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, সকাল ৯টা ৫৬ মিনিটের পরে শনি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে।

আসুন দেখে নেওয়া যাক আপনার রাশি অনুসারে আপনার উপর কী রূপ প্রভাব বিস্তার করতে চলেছে—

Advertisement

মেষ রাশি:

শনি আপনার দশম আর একাদশ ভাবের কর্তা।

২০২০ সালে শনি আপনার দশম ভাবে বিরাজমান হবেন।

দশম ভাব বিশেষে রূপে কর্মের ভাব আর কর্মের কর্তাও শনি।

এই সময় সাফল্য পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম আর সংঘর্ষ করতে হবে।

যদি আপনি কোনও নতুন কাজ শুরু করার চিন্তাভাবনা করে থাকেন, তা হলে ১১ মে-এর আগে করে নিন। কেননা তারপরে শনির বক্রী হওয়ার কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন।

স্বাস্থ্যের দিক থেকে এই বছর আপনার জন্য মধ্যম। ত্বকের সঙ্গে জড়িত কোনও রোগ সমস্যায় ফেলতে পারে।

বাবা মায়ের সঙ্গে তীর্থ যাত্রায় যেতে পারেন।

শনির গোচরে সঞ্চারের ফলে নিজের নতুন বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হতে পারে।

আরও পড়ুন: আগামী চার বছর এই সাতটি রাশির ওপর বিষ্ণু দেবের বিশেষ কৃপা থাকবে

বৃষ রাশি:

শনি আপনার নবম আর দশম ভাবের কর্তা।

গোচর চলাকালীন শনি আপনার নবম আর দশম ঘরে বিরাজমান হবেন।

নবম ঘর ভাগ্যের জন্য দোষী প্রমাণিত হবে। এই জন্য এই মুহূর্তে বাবার সঙ্গে বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে।

শনির গোচর চলাকালীন নিজের কথাবার্তা নিয়ন্ত্রণ রাখুন আর কারও সঙ্গে খারাপ ব্যাবহার করবেন না।

কাউকে এ রকম কোনও কথা দেবেন না, যেটা আপনি পূরণ করতে পারবেন না।

আলস্য ত্যাগ করুন, না হলে সব গুরুত্বপূর্ণ কাজ হাত থেকে বেরিয়ে যাবে।

নতুন কাজের খোঁজে থাকলে তা বছরের শুরুতেই পূর্ণ করে ফেলুন।

মিথুন রাশি:

শনি আপনার অষ্টম আর নবম ভাবের কর্তা।

গোচর চলাকালীন শনি আপনার অষ্টম ঘরে প্রবেশ করবেন।

অষ্টম ভাব বিশেষ রূপে হঠাৎ করে হওয়া কোনও কাজের জন্য দায়ী। এই জন্য আপনার জীবনে এর প্রভাব বিভিন্ন ক্ষেত্রে পড়তে পারে।

পরিণাম স্বরূপ হঠাৎ করে কোনও কাজে বাধা আর ঝামেলার সম্মুখীন হতে পারেন।

শনির প্রভাবে আর্থিক স্থিতি বিপন্ন হতে পারে। অর্থের লেনদেনের ব্যাপারে সাবধান থাকুন।

বিদেশযাত্রা হতে পারে।

বহু দিনের জমি মামলার সমাধান হবে।

বড়দের পরামর্শ নেওয়ার পরে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন।

আরও পড়ুন: ২০২০ সালে কোন রাশির শনির সাড়ে সাতি শেষ হতে চলেছে এবং কোন রাশির শুরু হতে চলেছে, জেনে নিন

কর্কট রাশি:

শনি আপনার সপ্তম আর অষ্টম ঘরের কর্তা।

২০২০ সালে শনি আপনার সপ্তম ঘরে বিরাজমান হবেন।

শনির গোচর পরিবর্তনের সময়ে আলস্য সরিয়ে ফেলুন, কারণ এটি আপনার পক্ষে ভাল হবে না।

ব্যবসার সঙ্গে জড়িত লোকজন বছরের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

কাজের উদ্দেশে কোনও বিদেশি সংস্থায় যুক্ত হতে পারেন।

শনির সঞ্চারকালে সন্তানের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন।

বাহন চালানোর সময় সাবধান থাকবেন।

সাজ-সজ্জার জিনিসের প্রতি খরচ করা থেকে বিরত থাকুন।

নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখুন। কোনও পুরনো রোগ সমস্যায় ফেলতে পারে।

অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন না, আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

সিংহ রাশি:

শনি আপনার ষষ্ঠ আর সপ্তম ঘরের কর্তা।

২০২০ সালে শনি আপনার ষষ্ঠ ঘরে বিরাজমান হবেন।

শনির গোচরে সঞ্চার এই বছর আপনার জন্য বেশ লাভদায়ক বলে প্রমাণিত হবে।

এই বছর আপনি আপনার পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। মানে সাফল্য প্রাপ্তির জন্য প্রচুর পরিশ্রম করতে হবে।

জমিতে বিনিয়োগ করার আগে ভাল করে চিন্তা ভাবনা করে নিতে হবে।

স্বাস্থ্যের সঙ্গে জড়িত সমস্যা সামনে আসতে পারে। কোনও দীর্ঘস্থায়ী রোগের জন্য মানসিক চাপে পড়ে যেতে পারেন।

বছরের মাঝখানে চাকরির পরিবর্তনের কথা একদমই ভাববেন না।

কয়েক বছরের পুরনো বন্ধুর সঙ্গে এই সময় দেখা হতে পারে।

আরও পড়ুন: ২০২০ সালে এই পাঁচ রাশির উন্নতি কেউ আটকাতে পারবে না

কন্যা রাশি:

শনি আপনার পঞ্চম আর ষষ্ঠ ঘরের কর্তা।

২০২০ সালে শনি আপনার পঞ্চম ঘরে বাস করবেন।

শনির গোচর পরিবর্তনের সময় এই বছর কোনও থেমে থাকা শিক্ষা পূরণ করতে পারেন।

এই বছর শনির সঞ্চারের সময় আপনি বিশেষ কোনও সিদ্ধান্ত নিতে পারেন।

কোনও নতুন ব্যবসা শুরু করার আগে ভাল করে বিচার-বিবেচনা অবশ্যই করবেন।

কর্মক্ষেত্রে কাছের সহকর্মীর সঙ্গে মতভেদ হতে পারে।

মা-বাবার সঙ্গ পাবেন।

কোনও দামি জিনিস কিনতে পারেন।

বছরের মাঝখানে বাড়ি অথবা গাড়ি কিনতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন