Advertisement
E-Paper

২০২০ সালে কোন রাশির শনির সাড়ে সাতি শেষ হতে চলেছে এবং কোন রাশির শুরু হতে চলেছে, জেনে নিন

শনির সাড়ে সাতি কথাটি শুনলে অনেকেই ভয় পান। কারণ আমরা জানি, শনি বাধাকারক গ্রহ। কাজে বিলম্ব, সম্পর্কে অবনতি, ব্যবসায়ে ক্ষতি, অপবাদ, দুর্ঘটনা এমন আরও অনেক কিছু শনির সাড়ে সাতির সময় দেখা যায়।

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ০০:০৫

শনির সাড়ে সাতি কথাটি শুনলে অনেকেই ভয় পান। কারণ আমরা জানি, শনি বাধাকারক গ্রহ। কাজে বিলম্ব, সম্পর্কে অবনতি, ব্যবসায়ে ক্ষতি, অপবাদ, দুর্ঘটনা এমন আরও অনেক কিছু শনির সাড়ে সাতির সময় দেখা যায়।

বর্তমানে শনির সাড়ে সাতি ভোগ্য তিন রাশি হল:

১) বৃশ্চিক, ২) ধনু, ৩) মকর

এই তিন রাশি ছাড়াও পরবর্তী রাশিগুলির আসন্ন শনির সাড়ে সাতির সময় নির্দেশ করা হল।

দেখে নেওয়া যাক কোন রাশিতে কবে শনির সাড়ে সাতি শুরু এবং শেষ হবে।

১) বৃশ্চিক: ২৪/০১/২০২০ পর্যন্ত শনির সাড়ে সাতি চলবে।

২) ধনু: ২৯/০৪/২০২২ পর্যন্ত শনির সাড়ে সাতি চলবে।

৩) মকর: ৩০/০৩/২০২২ পর্যন্ত শনির সাড়ে সাতি চলবে।

৪) কুম্ভ: ২৪/০১/২০২০ থেকে ২৩/০২/২০২৮ পর্যন্ত শনির সাড়ে সাতি চলবে।

আরও পড়ুন: বিবাহের ক্ষেত্রে যোটক বিচার কেন করবেন?

৫) মীন: ২৯/০৪/২০২২ থেকে ০৮/০৮/২০২৯ পর্যন্ত শনির সাড়ে সাতি চলবে।

৬) মেষ: ৩০/০৩/২০২৫ থেকে ৩০/০৫/২০৩২ পর্যন্ত শনির সাড়ে সাতি চলবে।

৭) বৃষ: ২৩/০২/২০২৮ থেকে ১২/০৭/২০৩৪ পর্যন্ত শনির সাড়ে সাতি চলবে।

৮) মিথুন: ১৭/০৪/২০৩০ থেকে ২৭/০৮/২০৩৬ পর্যন্ত শনির সাড়ে সাতি চলবে।

৯) কর্কট: ৩১/০৫/২০৩২ থেকে ১২/০৭/২০৩৯ পর্যন্ত শনির সাড়ে সাতি চলবে।

১০) সিংহ: ১৩/০৭/২০৩৪ থেকে ২৫/০৯/২০৪১ পর্যন্ত শনির সাড়ে সাতি চলবে।

১১) কন্যা: ২৮/০৮/২০৩৬ থেকে ১১/১২/২০৪৩ পর্যন্ত শনির সাড়ে সাতি চলবে।

১২) তুলা: ১৩/০৭/২০৩৯ থেকে ০৮/১২/২০৪৬ পর্যন্ত শনির সাড়ে সাতি চলবে।

Shani Sade Sati Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy