Astrological Prediction

কর্পোরেট জীবন তাঁদের কাছে ‘দূরের গ্রহ’, কর্মক্ষেত্রে নিয়মের ঘেরাটোপে বেঁধে রাখা যায় না যে পাঁচ রাশিকে

কর্পোরেট জীবনের নিয়মকানুন মেনে চলতে অনেকেরই অসুবিধা হয়, মানিয়ে নিতে সময় লাগে। তবে কিছু সময় থাকলে সেই ব্যাপারের সঙ্গে ধাতস্থ হয়ে পড়া যায়। কিন্তু রাশিচক্রের পাঁচটি রাশি রয়েছে যাঁরা বহু চেষ্টা করেও কর্পোরেট আদবকায়দার সঙ্গে মানিয়ে উঠতে পারেন না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১১:৪১
Share:

—প্রতীকী ছবি।

কর্মক্ষেত্রে কঠিন সময়ের মধ্যে দিয়ে প্রায় সকল মানুষকেই যেতে হয়। সময় কখনও একই ছন্দে চলে না। আজ ভাল গেলেও, কাল খারাপ যেতেই পারে। বিশেষ করে কাজের জায়গায় কখন কী পরিস্থিতির সম্মুখীন হতে হয় কেউ বলতে পারে না। কর্পোরেট জীবনের নিয়মকানুন মেনে চলতে অনেকেরই অসুবিধা হয়, মানিয়ে নিতে সময় লাগে। তবে কিছু সময় থাকলে সেই ব্যাপারের সঙ্গে ধাতস্থ হয়ে পড়া যায়। কিন্তু রাশিচক্রের পাঁচটি রাশি রয়েছে যাঁরা বহু চেষ্টা করেও কর্পোরেট আদবকায়দার সঙ্গে মানিয়ে উঠতে পারেন না। বরং সেখানে নানা সমস্যার মুখোমুখি হতে হয় তাঁদের। জেনে নিন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Advertisement

কোন কোন রাশির ব্যক্তিরা কর্পোরেট জীবনের সঙ্গে মানিয়ে উঠতে পারেন না?

মেষ: এই রাশির লোকজন একটু স্বাধীনচেতা প্রকৃতির হন। এঁরা যেমন সাহসী ও কর্মঠ হন, তেমনই অধৈর্যও হন। এরই সঙ্গে এঁরা চট করে রেগেও যান। এর ফলে কর্পোরেট জীবনের সঙ্গে মানিয়ে নিতে এঁদের একটু অসুবিধা হয়। মেষ রাশির ব্যক্তিরা অন্যের অধীনে থাকতে পছন্দ করেন না, এঁরা নিজের মতো করে নিজের গতিতে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

Advertisement

কর্কট: চাঁদের প্রভাবের ফলে কর্কট রাশির জাতক-জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণ ও সংবেদনশীল প্রকৃতির হন। এর ফলে এঁদের কাজের জায়গায় মানিয়ে নিতে অসুবিধা হয়। এঁরা যে কোনও জিনিসের বিচার বুদ্ধি বা যুক্তি দিয়ে না করে, আবেগ দিয়ে করার চেষ্টা করেন। এর ফলে সহকর্মীদের সঙ্গেও ভাল ভাবে মানিয়ে নিতে পারেন না। কর্কট রাশির ব্যক্তিরা কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে সংযোগ রেখে চলতে পারেন না, সেই কারণে এঁদের আরও বেশি অসুবিধায় পড়তে হয়।

ধনু: ধনু রাশির জাতক-জাতিকারাও স্বাধীনতার সঙ্গে কাজ করতে পছন্দ করেন। কঠিন রুটিনে আবদ্ধ থাকতে তাঁরা পছন্দ করেন না। ফলত কর্পোরেট জীবনের ধরাবাঁধা সময় মেনে কাজ করা তাঁদের জন্য মুশকিল হয়ে ওঠে। যদিও এঁরা কাজে কোনও ফাঁকি দেন না এবং একাগ্রতার সঙ্গে কাজ করেন, তবুও কোনও নির্দিষ্ট রুটিনে এঁদের বেঁধে রাখা প্রায় অসম্ভব।

কুম্ভ: নতুন ধরনের কিছু করে দেখার জন্য কুম্ভ রাশির জাতক-জাতিকারা সব সময় তৈরি আছেন। কিন্তু একঘেয়ে কর্পোরেট জীবন কাটাতে এঁরা রাজি নন। এঁরা নানা নিয়মের বেড়াজালের ঊর্ধ্বে গিয়ে, স্বাধীনতার সঙ্গে সৃজনশীল কাজকর্ম করতে বেশি পছন্দ করেন। দায়বদ্ধতার সঙ্গে কিছু করতে এঁরা মোটেই পছন্দ করেন না।

মীন: মীন রাশির জাতক-জাতিকারা একটু নম্র স্বভাবের হন। কর্পোরেট জীবনের জটিলতায় পড়ে এঁরা নিজেদেরকে হারিয়ে ফেলেন, মানিয়ে নিতে পারেন না। কর্পোরেট জীবনের প্রতিযোগিতামূলক পরিস্থিতির সঙ্গে মানানো এঁদের জন্য খুব চাপের ব্যাপার হয়ে যায়। কর্মক্ষেত্রের রাজনীতির সঙ্গেও এঁরা পেরে ওঠেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement