Lizard Falling Superstition

মাথা, হাত, ঘাড় না পেট, কোথায় টিকটিকি পড়া শুভ? কোথায় পড়লে বুঝতে হবে যে খারাপ কিছু ঘটতে পারে?

শরীরের কোন অংশে টিকটিকি পড়ছে সেটির উপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেওয়া যেতে পারে। খোঁজ দিলেন জ্যোতিষী।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১২:২১
Share:

—প্রতীকী ছবি।

সকালে তাড়াহুড়ো করে বাড়ি থেকে অফিসের উদ্দেশে বেরোচ্ছেন। বাড়ির সিলিং-এ ঝোলা টিকটিকিটা হঠাৎ মাথার উপর লাফিয়ে পড়ল। মেজাজটাই গেল বিগড়ে। পিছন থেকে মা বলে উঠলেন, ‘এই তো, এ বার রাজা হবি’। অফিসের লোকজন আবার মাথায় টিকটিকি পড়ার গল্প শুনলে অন্য রকম কথা বলছে। কেউ বলছে শরীর খারাপ হবে, কেউ বলছে অর্থব্যয় হবে। কিন্তু আসলে কি এমন কিছু হয়? জ্যোতিষশাস্ত্রে শরীরের বিভিন্ন অংশে টিকটিকি পড়া নিয়ে নানা রকমের কথা বলা রয়েছে। শাস্ত্রমতে, এর থেকে আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। বেশির ভাগ মানুষই টিকটিকি ভয় পান বা পছন্দ করেন না। টিকটিকি দেখলে উল্টো দিকে দৌড় দেন। কিন্তু আমাদের জীবনে ঘটতে চলা নানা ভাল-মন্দ ঘটনার ব্যাপারে আগে থেকেই জানিয়ে দিতে পারে টিকটিকি।

Advertisement

শরীরের কোন অংশে টিকটিকি পড়া কোন অর্থ বহন করে?

১. মাথায় টিকটিকি পড়া শুভ। সুখ, সম্মান, প্রতিপত্তি প্রভৃতি বৃদ্ধির ইঙ্গিতে দেয়। একই সঙ্গে বিশেষ কোনও মানুষের সঙ্গে দেখা হওয়ারও ইঙ্গিত দেয়।

Advertisement

২. নীচের ঠোঁটে টিকটিকি পড়লে বুঝতে হবে যে অতি শীঘ্রই অর্থলাভ হবে। উপরের ঠোঁটে টিকটিকি পড়া অশুভ। এতে বোঝায় যে টাকাপয়সা লোকসান হতে পারে।

৩. পেটে টিকটিকি পড়লে বুঝতে হবে কোনও গয়না উপহার পেতে পারেন।

৪. হাঁটুর উপরিভাগে টিকটিকি পড়লে বুঝতে হবে যে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে।

৫. টিকটিকি ঘাড়ের উপর পড়লে বুঝতে হবে সৌভাগ্য ও যশ লাভ হতে পারে। গলায় টিকটিকি পড়লে শত্রুনাশের ইঙ্গিত বোঝায়।

৬. দাড়ির উপর টিকটিকি পড়া অত্যন্ত অশুভ। তবে গোঁফের উপর টিকটিকি পড়া শুভ। দাড়ির উপর টিকটিকি পড়লে সম্মানহানি হওয়ার আশঙ্কা বোঝায়।

৭. টিকটিকি যদি ডান চোখে পড়ে তা হলে বুঝতে হবে কোনও ভাল বন্ধুর সঙ্গে দেখা হয়ে পারে। অপর দিকে, টিকটিকি যদি বাঁ চোখে পড়ে তা হলে বড়সড় কোনও ক্ষতি হয়ে যেতে পারে।

৮. ডান হাতে টিকটিকি পড়লে বুঝতে হবে যে আর্থিক উন্নতি ঘটতে চলেছে আর বাঁ হাতে টিকটিকি পড়লে আর্থিক ক্ষতি হতে পারে। ডান হাতের তালুতে টিকটিকি পড়লে নতুন পোশাকও লাভ হতে পারে।

৯. বুকের ডান দিকে টিকটিকি পড়লে পরিবারের সকলের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে পারবেন, অন্য দিকে বুকের বাঁ দিকে টিকটিকি পড়লে বুঝতে হবে বাড়ির সকলের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement