Tips to Please Venus

কপালে রোজ বসের বকুনি জুটছে? নেপথ্যে থাকতে পারে বৃহস্পতির কুপ্রভাব! ‘গুরু’কে শান্ত করতে মানুন সহজ টোটকা

জন্মছকে বৃহস্পতি খারাপ অবস্থায় থাকলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে এর দারুণ খারাপ প্রভাব পড়ে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৬:০৬
Share:

—প্রতীকী ছবি।

জন্মছকে যে কোনও গ্রহ দুর্বল থাকা মানেই উক্ত ব্যক্তিকে সেই গ্রহের খারাপ প্রভাবের শিকার হতে হবে। কোনও গ্রহের খারাপ প্রভাব একটু বেশি, কারও একটু কম। তবে সব ক্ষেত্রেই মানুষকে অসুবিধায় পড়তে হয়। জন্মছকে বৃহস্পতি খারাপ অবস্থায় থাকলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে এর দারুণ খারাপ প্রভাব পড়ে। কারণ, শাস্ত্রমতে, বৃহস্পতি হল শিক্ষার কারক গ্রহ। তাই বৃহস্পতি যদি খারাপ অবস্থানে থাকে তা হলে শিক্ষার পথে নানাবিধ বাধার সম্মুখীন হতে হয়। কয়েকটি লক্ষণ দেখলেই বোঝা যায় জন্মছকে বৃহস্পতি কেমন অবস্থায় রয়েছে। জেনে নিন সেগুলি কী কী এবং এর প্রতিকার হিসাবে কী কী করতে হবে।

Advertisement

জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকলে কী হয়?

· কাজে মন বসে না, কর্মক্ষেত্রে অযথা হয়রানির মুখে পড়তে হয়। যতই চেষ্টা করুন না কেন, কাজ ঠিকঠাক ভাবে করা যায় না। ফলত ধীরে ধীরে বসের চক্ষুশূল হয়ে উঠতে হয়।

Advertisement

· উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে হয়। প্রচুর পরিশ্রম করেও শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাওয়া যায় না।

· অর্থ সংক্রান্ত সমস্যা কিছুতেই পিছু ছাড়তে চায় না। টাকা আসলেও হাতে থাকে না। আয়ের থেকে ব্যয় বেশি হয়।

· মন চঞ্চল হয়ে ওঠে। মনের স্থিরতা কমে যায়।

বৃহস্পতির খারাপ প্রভাব কাটানোর উপায়গুলি কী কী?

· শাস্ত্রমতে, বৃহস্পতির প্রিয় রং হল হলুদ। তাই এই সময় বেশি করে হলুদ রঙের জামাকাপড় পরতে হবে।

· ‘ওম ঝ্রাম ঝ্রিম ঝ্রম শাহ গুরুভে নমহ’— এই মন্ত্রটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে ১০৮ বার জপ করলে সব দিক থেকে দারুণ উপকার পাওয়া যায়। তবে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই মন্ত্রটি পাঠ করতে হবে।

· মহাদেব ও বিষ্ণুর পুজো করতে হবে। এর ফলে খারাপ প্রভাব কাটিয়ে আর্থিক উন্নতি হতে বেশি সময় লাগবে না।

· প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে গরুকে খাওয়ান। এর ফলে শুধু বৃহস্পতি গ্রহ সন্তুষ্ট হবে তা নয়, আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং মনের মতো চাকরিও পাওয়া যাবে।

· মন খুলে দান করতে হবে। বিশাল কিছু দান করতে হবে এমন কোনও ব্যাপার নেই, গুড়, হলুদ কাপড়, হলুদ মিষ্টি প্রভৃতি সাধ্যমতো দান করা যেতে পারে।

· বৃহস্পতিবার উপবাস থেকে বৃহস্পতির আরাধনা করতে হবে এবং হলুদ রঙের খোসা যুক্ত কলা বা অন্যান্য হলুদ খোসা যুক্ত ফল নিবেদন করতে হবে। কলাগাছের গোড়ায় জল ঢালতে হবে। এর ফলে এই গ্রহের কুপ্রভাব অনেকটা কেটে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement