—প্রতীকী ছবি।
প্রায় প্রতিটি সম্পর্কে ঝগড়া-ঝামেলা লেগেই থাকে। তার পর সেই ঝামেলা মিটিয়ে নিয়ে সম্পর্ককে আবার আগের ছন্দে ফিরিয়ে আনা যায়। কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না। কোনও কোনও সম্পর্কে ঝামেলা এত দূর গড়িয়ে যায় যে সেখান থেকে আর ফিরে আসা যায় না। ফল হয় বিচ্ছেদ। একটি সম্পর্কে থাকতে গেলে উভয় মানুষকেই একে অপরের ভাল লাগা, খারাপ লাগা মাথায় রেখে চলতে হয়। সম্পর্ক কখনও একপাক্ষিক হয় না। কিন্তু কয়েকটি রাশি রয়েছে যাঁরা কারও মন ভাঙার ব্যাপারে এক বারের বেশি দু’বার ভাবেন না। কোনও সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তাঁদের বিশেষ সমস্যা হয় না। এর অর্থ এটা নয় যে তাঁরা মানুষ ভাল নয় কিংবা ভালবাসেন না। তাঁদের রাশিগত বৈশিষ্ট্যই এরকম।
কোন কোন রাশি মন ভাঙার ব্যাপারে এগিয়ে?
মেষ: মেষ রাশির ব্যক্তিরা আবেগের বশে নানা কাজ করে ফেলেন যা পরে গিয়ে তাঁদের আর ভাল না-ও লাগতে পারে। এঁদের মধ্যে ধৈর্যেরও অভাব দেখা যায়। এই দুই কারণে তাঁরা একটা সম্পর্কে খুব বেশি দিন থাকতে পারেন না। যদিও বা থেকে যান, তা হলে পরিস্থিতি বেশি কঠিন হয়ে পড়লেই তাঁরা সেখান থেকে বেরিয়ে আসতে চান। কারণ, নিজেদের আবেগকে সামলে অন্য আর এক জনের আবেগকে মূল্য দিয়ে ওঠা তাঁদের পক্ষে সম্ভব হয় না।
মিথুন: বুধের প্রভাবে মিথুন রাশির ব্যক্তিরা এক জায়গায় স্থির থাকতে পছন্দ করেন না। তাঁরা স্বভাবত কৌতূহলী প্রকৃতির হয়ে থাকেন। সেই কৌতূহলের বশে তাঁরা একটি সম্পর্কে জড়িয়ে পড়লেও কিছু দিন পর থেকে তাঁদের আর সেই সম্পর্কে মন বসতে চায় না। তখনই তাঁরা সেখান থেকে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে ওঠেন। কিন্তু আপনি যদি এক জন প্রকৃত বন্ধুর খোঁজে থাকেন, তা হলে মিথুন রাশির ব্যক্তিদের থেকে ভাল বন্ধু পাবেন না।
সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকারা জন্মগত ভাবে আত্মবিশ্বাসী এবং অহঙ্কারী প্রকৃতির হন। ফলত তাঁরা মনে করেন যে সম্পর্কে তাঁদের কথাই শেষ কথা হবে। আর তাঁদের কথার উপর যদি কথা বলা হয় তা হলেই তাঁরা রেগে যান। তখন সেই সম্পর্কের উপর থেকে তাঁদের মন উঠে যায়। কিন্তু তাঁদের কথা মেনে যদি সম্পর্কটি চালানো যায় তা হলে তাঁরা তাঁদের সঙ্গী/সঙ্গিনীকে ভালবাসায় ভরিয়ে রাখেন।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির মানুষজন একটু রহস্যময় প্রকৃতির হয়ে থাকেন। তাঁদের মনের তল পাওয়া সহজ নয়। যে কোনও সম্পর্ক থেকে তাঁরা পূর্ণ সততা ও মর্যাদা পাওয়ার আশা রাখেন। কোনও কারণে যদি একবারও তাঁরা মনক্ষুণ্ণ হয়, তা হলে তাঁরা আর দ্বিতীয় বারের জন্য ফিরে তাকান না। কিন্তু বৃশ্চিক রাশিরা নিজে থেকে কষ্ট দিয়ে সম্পর্ক ছেড়ে বেরিয়ে যান না।
ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা একটু একাচোরা প্রকৃতির হন। তাঁরা নিজের মর্জিমতো থাকতে পছন্দ করেন। কোনও সম্পর্কে জড়ালেও নিজের স্বাধীনতার সঙ্গে কোনও প্রকার আপস করতে চান না। কিন্তু সম্পর্কে তাঁদের যখনই আবদ্ধ লাগা শুরু করে, তখনই তাঁরা সেখান থেকে বেরিয়ে আসতে চান।