Numerological Lucky Number for Shravan

শ্রাবণ মাসে শিবের কৃপায় লটারি কেটে ভাগ্য বদলাবে দুই জন্মসংখ্যার ব্যক্তিদের, তারা কারা? জানালেন জ্যোতিষী

সংখ্যাতত্ত্ব অনুসারে, শ্রাবণ মাসে দু’টি জন্মসংখ্যার ব্যক্তিরা লটারি কাটলে খুব ভাল ফল পাবেন। মহাদেবের কৃপায় তাঁদের অর্থকষ্ট দূর হবে, বিশাল প্রাপ্তি হলেও হতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১০:০৮
Share:

—প্রতীকী ছবি।

আমরা প্রায় সকলেই জানি যে শ্রাবণ মাসটি বাবা মহাদেবের প্রিয় মাস। দেবাদিদেবের ভক্তরা তাই এই মাসে বাবাকে খুশি করার জন্য অনেক কিছু করে থাকেন। বিশ্বাস করা হয় যে, সারা শ্রাবণ মাস জুড়ে যদি মন দিয়ে মহাদেবের আরাধনা করা যায় তা হলে পুরো বছরটাই বাবার কৃপা আমাদের সঙ্গে থাকে। মহাদেবকে তুষ্ট করা কোনও কঠিন কাজ নয়। নিষ্ঠাভরে যদি তাঁকে ডাকা যায়, তা হলে তিনি তাঁর ভক্তকে কখনও ফেরান না। সংখ্যাতত্ত্ব অনুসারে, শ্রাবণ মাসে দু’টি জন্মসংখ্যার ব্যক্তিরা লটারি কাটলে খুব ভাল ফল পাবেন। মহাদেবের কৃপায় তাঁদের অর্থকষ্ট দূর হবে, বিশাল প্রাপ্তি হলেও হতে পারে। কিন্তু এ সবের আগে জানতে হবে জন্মসংখ্যা নির্ণয়ের পদ্ধতি।

Advertisement

জন্মসংখ্যা কী ভাবে নির্ণয় করা হয়?

জন্মসংখ্যা নির্ণয়ের পদ্ধতি অতি সহজ। নিজের জন্মদিন অর্থাৎ জন্মতারিখের সংখ্যা, মাসের সংখ্যা এবং জন্মবছরের সংখ্যার যোগফলকে এক সংখ্যায় পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যায়, সেটিই হল আপনার জন্মসংখ্যা। অর্থাৎ, আপনি যদি ২০০০ সালের ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ জন্মান, তা হলে আপনার জন্মসংখ্যা বার করার জন্য প্রথমে বার করতে হবে আপনার জন্মতারিখের যোগফল ১+৫= ৬, মাসের যোগফল ০+২= ২ ও জন্মবছরের যোগফল ২+০+০+০= ২। এ বার এই যোগফলগুলিকে যোগ করে তাদের এক সংখ্যায় পরিণত করতে হবে। ৬+২+২= ১০। এ বার এই যোগফলকে এক সংখ্যায় পরিণত করতে তাদের যোগ করতে হবে, ১+০= ১। এই ১-ই হল আপনার জন্মসংখ্যা।

Advertisement

কোন দুই জন্মসংখ্যার ব্যক্তিরা শ্রাবণ মাসে লটারি কেটে লাভ করবেন?

১ ও ৩ জন্মসংখ্যার ব্যক্তিরা শ্রাবণ মাসে লটারি কেটে লাভবান হবেন।

  • ১ জন্মসংখ্যার ব্যক্তিদের উপর জন্মগত ভাবে রবির প্রভাব থাকে। এরই সঙ্গে শ্রাবণ মাসে এঁরা মহাদেবের প্রভাব লাভ করবেন। লটারি কেটে তো লাভবান হবেনই, তার সঙ্গে যে কোনও কাজে সফলতা লাভ করবেন। হঠাৎ অর্থপ্রাপ্তিও হতে পারে। পরিবারেও খুশির মেজাজ থাকবে। তবে শ্রাবণ মাসে প্রতি সোমবার করে শিবের পুজো করতে হবে। পুজো করার সময় শিবের অভিষেক করা বাঞ্ছনীয়।
  • ৩ সংখ্যাটিকে মহাদেবের প্রিয় সংখ্যা হিসাবে মনে করা হয়। ফলত গোটা শ্রাবণ মাসটা এই জন্মসংখ্যার ব্যক্তিদের খুব ভাল কাটবে। লটারি কেটে লাভবান হবেন। যে কোনও আটকে থাকা কাজ শ্রাবণ মাসে মিটে যাবে। সমাজে আপনাদের সম্মান বৃদ্ধি পেতে পারে। জীবনে সুখ আসবে। ভগবান শিবকে সন্তুষ্ট করতে শ্রাবণের প্রতি সোমবার শিবের মাথায় গঙ্গাজল ঢালুন। জল ঢালার সময় অবশ্যই বেলপাতা দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement