Dhanteras 2025

ধনতেরসের শুভ দিনে করতে হবে পাঁচ কাজ, সৌভাগ্যের দরজা খুলবে, মা লক্ষ্মীর কৃপায় জীবনে আসবে উন্নতির জোয়ার!

ধনতেরসের পবিত্র তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে পরিবারে সমৃদ্ধি আসে। এরই সঙ্গে বিশেষ কিছু টোটকা পালনে ভাগ্যের উন্নতি লাভের পথ প্রশস্ত হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৮:৪০
Share:

—প্রতীকী ছবি।

১৮ অক্টোবর ২০২৫, শনিবার ধনতেরস। এই দিন থেকেই শুরু হয়ে যায় দীপাবলি উৎসব। ধনতেরসের পবিত্র তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে পরিবারে সমৃদ্ধি আসে। এরই সঙ্গে বিশেষ কিছু টোটকা পালনে ভাগ্যের উন্নতি লাভের পথ প্রশস্ত হয়। জ্যোতিষশাস্ত্রে এই দিন পালন করার জন্য নানা টোটকার কথা বলা রয়েছে। সেগুলি সম্বন্ধে হদিস দিলেন জ্যোতিষী।

Advertisement

টোটকা:

১) ধনতেরসের দিন যে কোনও শুভ কাজ করা যেতে পারে। তবে সেই দিন কোন সময়টা শুভ কাজ করার জন্য শ্রেষ্ঠ সেটা দেখে নেওয়া জরুরি। এই দিন সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট থেকে রাত ৮টা ৪৬ মিনিট পর্যন্ত যে কোনও বিশেষ কাজ করা যেতে পারে।

Advertisement

২) ধনতেরসের দিন রাতে লক্ষ্মীদেবীর পুজো করার সময় একটি রুপোর তৈরি চৌকো আকৃতির ছোট বাক্স নিয়ে সেটির মধ্যে কিছুটা কেশর, এক ফোঁটা মধু এবং কয়েকটা শিউলি ফুল দিয়ে বাক্স বন্ধ করে ঘরের ঈশান কোণে রেখে দিন। এর ফলে জীবনে সুপরিবর্তন আসবে।

৩) ধনতেরসের দিন সকালবেলা ঘরের সদর দরজার দু’পাশে সিঁদুর এবং হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন।

৪) ধনতেরসের দিন লক্ষ্মীপুজো করার সময় একটি পাত্রে ভর্তি করে ধনে নিয়ে পুজোর স্থানে রেখে দিন। তার পর ভাইফোঁটার আগের দিন সেখান থেকে কিছুটা ধনে নিয়ে একটা লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন। বাকি ধনে বাড়ির যে কোনও স্থানে বা টবে ছড়িয়ে দিন। এই ধনেগাছ যত বড় হবে, আপনার উন্নতিও তত বৃদ্ধি পাবে।

৫) শরীর সুস্থ রাখতে ধনতেরসের আগের দিন রাতে একটা তামার পাত্রে কিছুটা ধনে নিয়ে জলে ভিজিয়ে রাখুন। তার পর সেই জলটা বাড়ির প্রত্যেক সদস্য অল্প করে পান করুন। এর ফলে সারা বছর বাড়ির প্রত্যেক সদস্যের শরীর খুবই সুস্থ থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement